ফলাফল পরিষ্কার হওয়ার পরপরই রবিবার রাতেই টুইট করে পশ্চিমবঙ্গ জয়ের জন্য মমতাকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও মোদির এই টুইটকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বরং তিনি মোদির সৌজন্যবোধ নিয়েই কার্যত প্রশ্ন তুলে সোমবার সংবাদ সম্মেলনে বললেন, ‘এই প্রথম দেখলাম কোনো প্রধানমন্ত্রী ফোন করলেন না।’
রবিবার টুইট বার্তায় মমতাকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নে সবরকম সাহায্যের আশ্বাস দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা নিয়ে এদিন প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টুইটে করাটা কোনো বড় বিষয় নয়। এই প্রথম দেখলাম একজন প্রধানমন্ত্রী ফোন করলেন না। হতেই পারে তিনি জাতীয় স্বার্থে আরও বড় কোনো সমস্যা নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। সেটা নিয়ে আমরা কিছু বলছি না।’
তবে প্রধানমন্ত্রীর থেকে ফোন না পেলেও দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। সূত্রের খবর কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গেও ফোনে কথা হয় মমতার।
সূত্র: নিউজ১৮
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ