ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে বটি দিয়ে শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠেছে এক নারীর বিরুদ্ধে। স্থানীয় সময় বুধবার (০২ জুন) পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার বিদ্যাপীঠ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, খেজুরি থানার বিদ্যাপীঠ মোড় বাজারে সকাল ৯টার দিকে এক নারী চিৎকার করে বলতে থাকেন, ‘ও বলেছিল, মা রান্না করো। এবার আর জ্বালাবে না। আমি ওর মাথা কেটে দিয়েছি। মাথা কেটে বেশ করেছি। আমার মেয়ের মাথা আমি কেটে দিয়েছি।’
এ সময় কৌতূহলী হয়ে লোকজন ওই নারীর ঘরে গিয়ে দেখেন, সত্যিই তার ৯ বছরের কন্যা শিশুর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় বিছানায় পড়ে আছে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত নারীর নাম সাগরিকা পাত্র। তার স্বামী বিশ্বজিৎ পাত্র পেশায় মোবাইল মেকানিক। খেজুরির বিদ্যাপীঠ বাজারে ভাড়া করা দোকানের পেছনেই থাকতেন তারা। তার ৯ বছরের মেয়েটি মানসিক প্রতিবন্ধী। পুলিশ জানায়, ওই নারীর কথাবার্তায় অসঙ্গতি রয়েছে। উনি মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল