ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনে আগুন লাগার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী মাহবুবুল আলমকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার বিকেলে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ।
কমিটির অন্য সদস্যরা হলেন- রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) ও প্রধান প্রকৌশলী (ইলেট্রিক্যাল)।
আগামীতে সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার সকালে সিলেট থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশন এলাকায় এলে আগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে চেষ্টা চালিয়ে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নেভায়।