চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আজ পটুয়াখালীর ৫টি উপজেলায় মোট ৬৬ জন প্রার্থীর তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সদর, দুমকি, মির্জাগঞ্জ, গলাচিপা ও বাউফলে রিটার্নি ও সহকারী রিটার্নি অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে ২২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন।