ক্ষমতাসীন সরকারকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘এই সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী। তারা অন্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে বেড়ায়। গোপনে দেশের স্বার্থপরিপন্থী কাজ করছে সরকার।’ গতকাল এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। একই সঙ্গে নেতা-কর্মীসহ দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ভবিষ্যতে ‘শুভ’ দিন আসবেই। সুশাসন প্রতিষ্ঠা হবেই। কে ছোট কে বড় এটা ভুলে যেতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া বলেন, ‘আজকে উচিত দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া। সব নেতার একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া। কে ছোট, কে বড় সেটি বড় কথা নয়। বড় কথা গণতন্ত্র ফিরিয়ে এনে দেশকে বাঁচানো, মানুষের কল্যাণ করা।’ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইন প্রয়োগকারী সংস্থার সাঁড়াশি অভিযানে সরকার দেশকে কারাগার বানিয়েছে বলেও মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘গ্রেফতার হওয়াদের স্বজনরা আহাজারি করছেন। এখন পর্যন্ত ১২ হাজারের বেশি লোককে গ্রেফতার করেছে। এর মধ্যে শুধু বিএনপিরই প্রায় ২ হাজার ৭০০ জন। কাজেই তাদের লক্ষ্য, বিএনপি নেতা-কর্মীদের ধরা। বিএনপিকে যারা ভালোবাসে সেই সব সমর্থককে ধরা।’ তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের অপরাধ না থাকলেও তাদের গ্রেফতার করা হয়, কিন্তু ক্ষমতাসীন দলের কেউ অপরাধ করলে তাদের ধরেও ছেড়ে দেওয়া হয়। ইফতার মাহফিলে অংশ নেন আয়োজক এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ ও মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াত নেতা আবদুল হালিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপের (ভাসানী) আজহারুল ইসলাম চৌধুরী, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খন্দকার গোলাম মোর্ত্তুজা প্রমুখ।
শিরোনাম
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭