ক্ষমতাসীন সরকারকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘এই সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী। তারা অন্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে বেড়ায়। গোপনে দেশের স্বার্থপরিপন্থী কাজ করছে সরকার।’ গতকাল এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। একই সঙ্গে নেতা-কর্মীসহ দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ভবিষ্যতে ‘শুভ’ দিন আসবেই। সুশাসন প্রতিষ্ঠা হবেই। কে ছোট কে বড় এটা ভুলে যেতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া বলেন, ‘আজকে উচিত দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া। সব নেতার একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া। কে ছোট, কে বড় সেটি বড় কথা নয়। বড় কথা গণতন্ত্র ফিরিয়ে এনে দেশকে বাঁচানো, মানুষের কল্যাণ করা।’ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইন প্রয়োগকারী সংস্থার সাঁড়াশি অভিযানে সরকার দেশকে কারাগার বানিয়েছে বলেও মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘গ্রেফতার হওয়াদের স্বজনরা আহাজারি করছেন। এখন পর্যন্ত ১২ হাজারের বেশি লোককে গ্রেফতার করেছে। এর মধ্যে শুধু বিএনপিরই প্রায় ২ হাজার ৭০০ জন। কাজেই তাদের লক্ষ্য, বিএনপি নেতা-কর্মীদের ধরা। বিএনপিকে যারা ভালোবাসে সেই সব সমর্থককে ধরা।’ তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের অপরাধ না থাকলেও তাদের গ্রেফতার করা হয়, কিন্তু ক্ষমতাসীন দলের কেউ অপরাধ করলে তাদের ধরেও ছেড়ে দেওয়া হয়। ইফতার মাহফিলে অংশ নেন আয়োজক এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ ও মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াত নেতা আবদুল হালিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপের (ভাসানী) আজহারুল ইসলাম চৌধুরী, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খন্দকার গোলাম মোর্ত্তুজা প্রমুখ।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী, শুভ দিন আসবেই : খালেদা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর