ক্ষমতাসীন সরকারকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘এই সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী। তারা অন্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে বেড়ায়। গোপনে দেশের স্বার্থপরিপন্থী কাজ করছে সরকার।’ গতকাল এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। একই সঙ্গে নেতা-কর্মীসহ দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ভবিষ্যতে ‘শুভ’ দিন আসবেই। সুশাসন প্রতিষ্ঠা হবেই। কে ছোট কে বড় এটা ভুলে যেতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া বলেন, ‘আজকে উচিত দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া। সব নেতার একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া। কে ছোট, কে বড় সেটি বড় কথা নয়। বড় কথা গণতন্ত্র ফিরিয়ে এনে দেশকে বাঁচানো, মানুষের কল্যাণ করা।’ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইন প্রয়োগকারী সংস্থার সাঁড়াশি অভিযানে সরকার দেশকে কারাগার বানিয়েছে বলেও মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘গ্রেফতার হওয়াদের স্বজনরা আহাজারি করছেন। এখন পর্যন্ত ১২ হাজারের বেশি লোককে গ্রেফতার করেছে। এর মধ্যে শুধু বিএনপিরই প্রায় ২ হাজার ৭০০ জন। কাজেই তাদের লক্ষ্য, বিএনপি নেতা-কর্মীদের ধরা। বিএনপিকে যারা ভালোবাসে সেই সব সমর্থককে ধরা।’ তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের অপরাধ না থাকলেও তাদের গ্রেফতার করা হয়, কিন্তু ক্ষমতাসীন দলের কেউ অপরাধ করলে তাদের ধরেও ছেড়ে দেওয়া হয়। ইফতার মাহফিলে অংশ নেন আয়োজক এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ ও মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াত নেতা আবদুল হালিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের জেবেল রহমান গানি, ন্যাপের (ভাসানী) আজহারুল ইসলাম চৌধুরী, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খন্দকার গোলাম মোর্ত্তুজা প্রমুখ।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি