বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারি মামলার অন্যতম আসামি মেসার্স নাহার গার্ডেন (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শফিউল ইসলামসহ সাতজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, গতকাল রাজধানী ঢাকাসহ জামালপুর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বগুড়া ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন দুর্নীতি মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল রাজধানীর শাহবাগের পরিবাগ থেকে মো. শফিউল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার অন্য ছয় আসামি হলেন জামালপুরের সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মুনিরুল ইসলাম ও কুষ্টিয়ার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) হিসাবরক্ষক শেখ সাফায়েত হোসেন, সিরাজগঞ্জের এল এ শাখার কানুনগো মো. আমিনুল ইসলাম, বগুড়ার পূবালী ব্যাংকের অফিসার ক্যাশ মো. শামিম সরকার ও হবিগঞ্জের মো. সাজন মিয়া। দুদক সূত্র জানিয়েছে, বেসিক ব্যাংক লিমিটেড শান্তিনগর শাখা থেকে মেসার্স নাহার গার্ডেন (প্রাইভেট) লিমিটেডের অনুকূলে ৩০ কোটি টাকা আত্মসাৎ করেন মো. শফিউল ইসলাম। ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বন্ধকি সম্পত্তিতে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে অতিমূল্যায়ন দেখিয়ে তিনি এ টাকা আত্মসাৎ করেন; যা পরে সুদাসলে ৩৮ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৯৮৪ টাকা হয়। এ অভিযোগে ২০১৪ সালের ১৮ জুলাই মামলা দায়ের করে দুদক। এ ছাড়া জামালপুরের সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মুনিরুল ইসলামের বিরুদ্ধে কাজ না করে প্রকল্পের ৩৯ দশমিক ৭৫৩ মেট্রিক টন গম বা ১২ লাখ ৮৮ হাজার ৭২৪ টাকা আত্মসাতের মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও পাঁচটি দুর্নীতির মামলা রয়েছে। অন্যদিকে কুষ্টিয়া এলজিইডির হিসাবরক্ষক শেখ সাফায়েত হোসনের বিরুদ্ধে বিল-ভাউচারের মাধ্যমে ১৭ লাখ ৭২ হাজার ৭০২ টাকা আত্মসাতের মামলা রয়েছে। তাকে কুষ্টিয়ার কোর্টপাড়া থেকে গ্রেফতার করা হয়। বাকিদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা রয়েছে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল