বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারি মামলার অন্যতম আসামি মেসার্স নাহার গার্ডেন (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শফিউল ইসলামসহ সাতজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, গতকাল রাজধানী ঢাকাসহ জামালপুর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বগুড়া ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন দুর্নীতি মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল রাজধানীর শাহবাগের পরিবাগ থেকে মো. শফিউল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার অন্য ছয় আসামি হলেন জামালপুরের সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মুনিরুল ইসলাম ও কুষ্টিয়ার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) হিসাবরক্ষক শেখ সাফায়েত হোসেন, সিরাজগঞ্জের এল এ শাখার কানুনগো মো. আমিনুল ইসলাম, বগুড়ার পূবালী ব্যাংকের অফিসার ক্যাশ মো. শামিম সরকার ও হবিগঞ্জের মো. সাজন মিয়া। দুদক সূত্র জানিয়েছে, বেসিক ব্যাংক লিমিটেড শান্তিনগর শাখা থেকে মেসার্স নাহার গার্ডেন (প্রাইভেট) লিমিটেডের অনুকূলে ৩০ কোটি টাকা আত্মসাৎ করেন মো. শফিউল ইসলাম। ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বন্ধকি সম্পত্তিতে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে অতিমূল্যায়ন দেখিয়ে তিনি এ টাকা আত্মসাৎ করেন; যা পরে সুদাসলে ৩৮ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৯৮৪ টাকা হয়। এ অভিযোগে ২০১৪ সালের ১৮ জুলাই মামলা দায়ের করে দুদক। এ ছাড়া জামালপুরের সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৈয়দ মুনিরুল ইসলামের বিরুদ্ধে কাজ না করে প্রকল্পের ৩৯ দশমিক ৭৫৩ মেট্রিক টন গম বা ১২ লাখ ৮৮ হাজার ৭২৪ টাকা আত্মসাতের মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও পাঁচটি দুর্নীতির মামলা রয়েছে। অন্যদিকে কুষ্টিয়া এলজিইডির হিসাবরক্ষক শেখ সাফায়েত হোসনের বিরুদ্ধে বিল-ভাউচারের মাধ্যমে ১৭ লাখ ৭২ হাজার ৭০২ টাকা আত্মসাতের মামলা রয়েছে। তাকে কুষ্টিয়ার কোর্টপাড়া থেকে গ্রেফতার করা হয়। বাকিদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা রয়েছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে