আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা দুই ঘণ্টা আটকে ছিলেন ডুবোচরে। তারা নৌপথে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের জন্য যাচ্ছিলেন। কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে লৌহজং হাজরা চ্যানেলে গতকাল এ ঘটনা ঘটে। এ সময় ফেরি ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা তাদের বহন করছিল। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আটকে পড়া ফেরিতে অবস্থান করছিলেন। স্থানীয় বাসিন্দা ও আটকে পড়া নেতারা জানান, সকাল ৯টায় ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মাঝনদী পাড়ি দিয়ে লৌহজং-হাজরা চ্যানেলে প্রবেশ করার পরই ফেরিটি ডুবোচরে আটকে যায়। পরে প্রায় দুই ঘণ্টা আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রিপরিষদের সদস্যদের কাওড়াকান্দি ও শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোট এনে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানো হয়। বেলা ১২টার সময় কাওড়াকান্দি ঘাট থেকে স্থানীয় পরিবহন মাইক্রো ও বিভিন্ন যানবাহনে চড়ে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন। তবে ডুবোচরে ফেরি আটকে যাওয়ার ঘটনা মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, নদীতে ভাটার সময় আবার ফেরিটি এ রুটে নতুন করে আনা হয়েছে। এ ফেরি চলাচলের জন্য নদীতে পানির গভীরতার প্রয়োজন বেশি। কিন্তু এই চ্যানেলের এ মুখে সেই পরিমাণ পানি নেই। তাই ফেরিটি আটকে গেছে। তিনটি উদ্ধারকারী জাহাজ ফেরিটিকে ডুবোচর থেকে টেনে নামানোর কাজ করছে। নেতাদের বিকল্প পন্থায় স্পিডবোটে কাওড়াকান্দি ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। সেখান থেকে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন।
শিরোনাম
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর