আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা দুই ঘণ্টা আটকে ছিলেন ডুবোচরে। তারা নৌপথে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের জন্য যাচ্ছিলেন। কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে লৌহজং হাজরা চ্যানেলে গতকাল এ ঘটনা ঘটে। এ সময় ফেরি ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা তাদের বহন করছিল। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য এবং যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আটকে পড়া ফেরিতে অবস্থান করছিলেন। স্থানীয় বাসিন্দা ও আটকে পড়া নেতারা জানান, সকাল ৯টায় ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মাঝনদী পাড়ি দিয়ে লৌহজং-হাজরা চ্যানেলে প্রবেশ করার পরই ফেরিটি ডুবোচরে আটকে যায়। পরে প্রায় দুই ঘণ্টা আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রিপরিষদের সদস্যদের কাওড়াকান্দি ও শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোট এনে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানো হয়। বেলা ১২টার সময় কাওড়াকান্দি ঘাট থেকে স্থানীয় পরিবহন মাইক্রো ও বিভিন্ন যানবাহনে চড়ে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন। তবে ডুবোচরে ফেরি আটকে যাওয়ার ঘটনা মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, নদীতে ভাটার সময় আবার ফেরিটি এ রুটে নতুন করে আনা হয়েছে। এ ফেরি চলাচলের জন্য নদীতে পানির গভীরতার প্রয়োজন বেশি। কিন্তু এই চ্যানেলের এ মুখে সেই পরিমাণ পানি নেই। তাই ফেরিটি আটকে গেছে। তিনটি উদ্ধারকারী জাহাজ ফেরিটিকে ডুবোচর থেকে টেনে নামানোর কাজ করছে। নেতাদের বিকল্প পন্থায় স্পিডবোটে কাওড়াকান্দি ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। সেখান থেকে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন।
শিরোনাম
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত
- শুল্ক না কমালে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
- চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সোনালী আঁশে ফিরছে সুদিন, খুশি দিনাজপুরের কৃষকরা
- নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: খায়ের ভূঁইয়া
- শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
- পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প: উত্তর কোরিয়া
- গাইবান্ধায় বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, আহত তিন
- নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবি
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬
- আ. লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক
- প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর অনুকরণীয় দেশ : বাণিজ্য উপদেষ্টা
- ভারতের সঙ্গে সম্পর্ক নষ্টের সকল চেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া
- ৬ মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার
- জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে : আমীর খসরু
- উদ্বোধনের দিনেই বিকল বেরোবির দুটি বাস
- বিটিভিতে আজ আদনান বাবুর একক অনুষ্ঠান “রংধনু রং”
ডুবোচরে দুই ঘণ্টা আটকা মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর