রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। বেশির ভাগ ক্ষেত্রেই তারা সাধারণ মানুষের পায়ে গুলি করে সর্বস্ব লুটে নিচ্ছে। দিনদুপুরে হঠাৎই বেড়ে গেছে এমন তৎপরতা। এদের খপ্পরে পড়ে মানুষ শুধু সর্বস্বই হারাচ্ছেন না, জীবনও খোয়াচ্ছেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, যাত্রাবাড়ী, মিরপুর, নিউমার্কেট, শ্যামলী শিশুপার্ক, গুলিস্তান, মালিবাগ, রামপুরা, মোহাম্মদপুর, হাজারীবাগ ও বনানীর কাকলী এলাকায় অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা বেশির ভাগ ক্ষেত্রেই পায়ে গুলি চালিয়ে টার্গেটকে আহত করছে। ছিনতাইয়ের ঘটনায় ব্যবহার করা হচ্ছে মোটরসাইকেল। এভাবে ছিনতাইয়ের অসংখ্য ঘটনা ঘটলেও পুলিশ ঝামেলা এড়াতে থানায় মামলা নিচ্ছে না। বিশেষ ক্ষেত্রে তারা সাধারণ ডায়েরি (জিডি) নিচ্ছে মাত্র। প্রাপ্ত খবর অনুযায়ী, সর্বশেষ গত শুক্রবার ভোরে রাজধানীর টিকাটুলীতে ঘটেছে ছিনতাইয়ের এক ঘটনা। এ সময় তারা তুরাগ পরিবহনের একটি বাসের চালক ও তার সহকারীর সহায়তায় দুজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর আগের মঙ্গলবারে ঘটে পরপর দুটি ছিনতাইয়ের ঘটনা। এ সময় একজনকে গুলিবিদ্ধ করা হয়। আরেকজনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ১২ লাখ টাকা। তার আগের দিন ঢাকার আশুলিয়া থানা এলাকায় মহাসড়কে যাত্রী ভর্তি বাস থামিয়ে তিনজনকে গুলি করে ৬ লাখ টাকা লুটে নিয়ে গেছে ছিনতাইকারী চক্র। তার আগের দিন সকালেও রাজধানীর উত্তরায় চলন্ত গাড়ি থামিয়ে মা ও মেয়েকে গুলি করে ৬ লাখ টাকা লুটে নিয়েছে চারটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। তবে কোনো ঘটনায়ই এ পর্যন্ত একজন দুর্বৃত্তকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। মঙ্গলবারের ছিনতাইয়ের বিষয়ে বিশ্বাস বিল্ডার্সের সহকারী মহাব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) চিন্ময় মজুমদার জানান, বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপক মনিরুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক মনিরুজ্জামান একটি গাড়িতে ঢাকা কলেজের বিপরীতে ইসলামী ব্যাংকের শাখায় টাকা তুলতে যান। মনিরুজ্জামানকে ব্যাংকের সামনে নামিয়ে দিয়ে মনিরুল গাড়ি নিয়ে আরেকটি ব্যাংকে যান। ব্যাংক থেকে টাকা তোলার পর রাস্তার উল্টো দিকে নিউমার্কেটের পেছনে বিশ্বাস বিল্ডার্সের অফিসের দিকে টাকার ব্যাগ নিয়ে হাঁটতে থাকেন মনিরুজ্জামান। এর মাত্র কয়েক গজ দূর থেকে আসা দুটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী মনিরুজ্জামানের পথ আটকে ৭-৮ রাউন্ড ফাঁকা গুলি করে ব্যাগটি ছিনিয়ে চলে যায়। এর রেশ কাটতে না কাটতেই কয়েক ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল থামিয়ে গুলি করে মনিরুজ্জামান (৩২) নামে এক ব্যবসায়ীকে আহত করে ছিনতাইকারীরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার কাছ থেকে হামলাকারীরা কিছু নিতে পারেনি। চিকিৎসাধীন অবস্থায় মনিরুজ্জামান জানান, তিনি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা করেন। ছিনতাইকারীরা তার কাছে থাকা পাসপোর্টের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। একই দিনে রামপুরা বনশ্রীতে আনিসুর রহমান টিটো ও সাইদুল ইসলাম নামে দুই গার্মেন্ট কর্মকর্তাকে গুলি করে ২০ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে তাদের আহতাবস্থায় উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা হলেও শনাক্ত হয়নি দুষ্কৃতকারীরা। এর পরের দিন মোহাম্মদপুর রায়েরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফুর রহমান সুমন (৩০) নামে এক যুবক আহত হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ছিনতাইকারীদের বেপরোয়া হয়ে ওঠা সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাম্প্রতিক ঘটনায় পুলিশের যে টহল অভিযান তা আরও জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারী চক্র
পায়ে গুলি করে লুটে নেওয়ার কৌশল
মাহবুব মমতাজী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর