বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

থানা হাজতে আসামির মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া মডেল থানায় তিনটি হত্যা মামলার আসামি মহসিনের (৩০) মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মহসিন উপজেলার বেগুনিয়া (চকগোয়াশ) গ্রামের মহির উদ্দিনের ছেলে। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বাগাতিপাড়া মডেল থানার এসআই প্রশান্ত কুমার জানান, মহসিনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন রুটে তিন ভ্যানচালককে হত্যার অভিযোগ রয়েছে। ওই অভিযোগে একাধিকবার  তার বাড়িতে অভিযান চালানো হয়। অবশেষে গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হলে সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়ার আবদুর রশিদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তাকে বাগাতিপাড়া মডেল থানায় এনে হাজতে রাখা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে হাজতের মধ্যে ভেনটিলেটরের গ্রিলের সঙ্গে মহসিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। আসামিকে দেওয়া ব্যবহৃত কম্বল ছিঁড়ে রশি বানিয়ে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত মহসিনের বাবা মহির উদ্দিন বলেন, তিনি সকালে তার মেয়ের কাছ থেকে মোবাইল ফোনে ঢাকা থেকে ছেলের গ্রেফতারের খবর পেয়েছেন। বিকাল পৌনে ৫টা পর্যন্ত তিনি জানতেন না কোথায় তার ছেলেকে রাখা হয়েছে। একাধিকবার বাড়িতে পুলিশি অভিযানের কারণে গ্রেফতার এড়াতে মহসিন প্রায় তিন মাস আগে বাড়ি থেকে ছেলে মোহাম্মদ আলীকে রেখে তৃতীয় স্ত্রী শেলির সঙ্গে ঢাকায় চলে যান। রিপোর্ট লেখা পর্যন্ত ছেলের মৃত্যুর খবর তিনি জানতেন না। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, খবর পেয়ে তিনি থানায় এসে হাজতখানায় ঝুলন্ত অবস্থায় মহসিনের লাশ দেখেছেন।

তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এদিকে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের উপস্থিতিতে লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রিপোর্ট লেখা (পৌনে ৬টা) পর্যন্ত নাটোর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছিল।

সর্বশেষ খবর