রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা
ছাত্রীর শ্লীলতাহানি

উত্তাল ময়মনসিংহ মেডিকেল কলেজ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলেজ ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় দিনে ইন্টার্ন চিকিৎসকরাও যোগ দেন। এ সময় কলেজ প্রশাসনের কাছে ১১ দফা দাবি তুলে ধরেন তারা। গতকাল বেলা ১১টা থেকে টানা পাঁচ ঘণ্টা চলে এ বিক্ষোভ। পরে বিকাল চারটার দিকে ১১ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে কলেজের কনফারেন্স কক্ষে অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বৈঠকে হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল হোসেন, ছাত্র প্রতিনিধি ও ইন্টার্ন প্রতিনিধি এবং কর্মচারী নেতারা বৈঠকে অংশ নেয়।  অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন জানান, ৩০ জুনের মধ্যে মেয়েদের হলের সীমানা প্রাচীরের উপরে কাঁটাতার দেওয়া হবে, ইতিমধ্যে আনসার মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর