শেয়ারবাজারের চলমান দরপতনে আতঙ্কিত বিনিয়োগকারীরা আবার রাস্তায় নেমে মতিঝিলে বিক্ষোভ করেছেন। বাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন তারা। গতকাল বড় ধরনের দরপতন হয়েছে শেয়ারবাজারে। উভয় বাজারের সব সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ডিএসইতে দিনের লেনদেন শেষে বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্যপরিষদের ব্যানারে কর্মসূচিতে কয়েক শ বিনিয়োগকারী অংশ নেন। এ সময় বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুঁজি হারিয়ে আজ আমরা রাস্তায় নেমেছি। বাজারের অবস্থা যদি এ রকমই চলতে থাকে আমরা গণহারে মারা পড়ব। দরপতনের প্রতিবাদে আমরা রোজার ঈদের আগেও মানববন্ধন ও বিক্ষোভ করেছি। কিন্তু পতন ঠেকাতে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই প্রতীকী গণঅনশন করছি।’ আগামীকাল (আজ) থেকে সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৩০ পয়েন্টে। ডিএসইর এ সূচকটি এক মাস ২৫ দিন বা ৩৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। ডিএসইতে ৪০৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এক দিনে লেনদেন ১০৪ কোটি টাকা কম হয়েছে। ডিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির বা ১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে দর কমেছে ২৭৯টির বা ৭৯ শতাংশের এবং ২৩টি বা ৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। শীর্ষ দশে অন্য কোম্পানি ছিল রূপালী ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল, সিনোবাংলা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সিঙ্গার বিডি, এশিয়ান টাইগার, সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, ঢাকা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্স। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬০১৭ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দর। ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা