শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

প্রশংসায় পঞ্চমুখ ডাচ রানী

কূটনৈতিক প্রতিবেদক

প্রশংসায় পঞ্চমুখ ডাচ রানী

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও  দৈনন্দিন জীবনে বিশেষত আর্থিক লেনদেনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ সফররত ডাচ রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। গতকাল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতে এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে বিভিন্ন প্রসঙ্গে বাংলাদেশের প্রশংসা করেন তিনি। চার বছর আগে বাংলাদেশ ঘুরে যাওয়া নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা এখন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের বিশেষ পরামর্শকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে তিন দিনের সফর শেষে আজ শুক্রবার ভোরে তার ঢাকা ত্যাগ করার কথা।

সফরের তৃতীয় দিনে গতকাল সকালে রানী ম্যাক্সিমা হোটেল  সোনারগাঁওয়ে ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়ে অংশ নেন। এ সময় তিনি ডিজিটাল আর্থিক সেবা সহজীকরণের মাধ্যমে বাংলাদেশের নানামুখী বিকাশের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবায় বিশাল সংখ্যায় নারীর অংশগ্রহণকে অতুলনীয় বলে মন্তব্য করেন। বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের রানী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর