রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ওরা তৈরি করে অজ্ঞান পার্টি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দশ বছরের পুরনো ‘অজ্ঞান পার্টি’র চার সদস্যের একটি দলকে গ্রেফতার করেছে পুলিশ। ‘ভোলাইয়া গ্রুপ’ নামে সক্রিয় এই অজ্ঞান পার্টির হাতে গত ১০ বছরে অন্তত ৮০০ লোক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  গ্রেফতারকৃতরা  হলো- চুন্নু (৩৬), মো. জসিম (৩২), নুর ইসলাম (৩৫) ও  মো. আকবর (৩৫)। তাদের সবার বাড়ি ভোলা জেলার লালমোহন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি এক ব্যক্তি অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারানোর ঘটনা তদন্তে গিয়ে এ চক্রের সন্ধান পান  কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। মানুষকে অজ্ঞান করে ছিনতাইয়ের ধারণাটি এ চক্রই প্রথম চট্টগ্রামে চালু করে। তাদের হাত ধরে পরে আরও অনেক অজ্ঞান পার্টি চক্র জন্ম নেয় এবং তারা নিরীহ মানুষের ক্ষতি সাধন করতে থাকে।

শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা এক সংবাদ সম্মেলনে জানান, অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করে তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন ওষুধ, ওষুধ মেশানো জুস ও মলম উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর