শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের একক দখলে ভোলার রাজনীতি

এক যুগের বেশি সময় ধরে ভোলার রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের একক দখলে। জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগেরই জয়জয়কার। ভোলা-১ সদর আসনে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে আলী আজম মুকুল, ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল জ্যাকব এমপি নির্বাচিত হয়েছেন। বিগত যে কোনো সময় থেকে বর্তমান আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বেশ গুছালো এবং শক্তিশালী। সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আওয়ামী লীগের বিকল্প কিছু নেই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু জানান, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে দেশের সাধারণ মানুষ বারবার আওয়ামী লীগকেই ক্ষমতায় আনছে। ভোলায়ও এর ব্যতিক্রম নয়। দলের সাংগঠনিক কার্যক্রম যথানিয়মেই চলছে। দলের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নেই।

সর্বশেষ খবর