বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জুয়ায় সব হেরে স্ত্রী-সন্তানকে হত্যা করেন রকিব

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখানে স্ত্রী-সন্তানকে হত্যার ঘটনায় স্বামী রকিবউদ্দিন লিটনকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, হত্যার দায় স্বীকার করেছেন লিটন। অনলাইনে জুয়া খেলে ঋণের দায়ে হতাশাগ্রস্ত হয়েই এমন নৃৃশংস কান্ড ঘটান লিটন।

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর দক্ষিণখানের বাসা থেকে উদ্ধার হয় মা ও দুই সন্তানের লাশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রকিবউদ্দিন লিটন। তিনিই সবাইকে হত্যা করে পালিয়ে গেছেন বলে ধারণা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বাসা থেকে উদ্ধার হয় লিটনের হাতে লেখা একটি নোট। সে অনুযায়ী শুরু হয় তদন্ত। ডিবি  পুলিশ বলছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানা যায়-ব্রাহ্মণবাড়িয়ায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন লিটন। তথ্য অনুযায়ী ফাঁদ পেতে গ্রেফতার করা হয় তাকে। জিজ্ঞাসাবাদে লিটন তাদের জানান, পাওনাদাররা সুদের টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তিনি এ অবস্থা পরিবারকে জানানোর পর পুরো পরিবারই বিপর্যস্ত হয়ে পড়ে। লিটন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএলে কর্মরত ছিলেন। অনলাইনে জুয়া খেলে অফিসের সহকর্মীসহ বিভিন্নজনের কাছ থেকে ১ কোটি ১৫ লাখ টাকা সুদে ধার নেন তিনি।

 পাওনাদারদের চাপে হতাশাগ্রস্ত হয়েই স্ত্রী সন্তানকে হত্যা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর