আর মাসখানেকও বাকি নেই। ১০ আগস্ট জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর এক বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। কিন্তু তারপর দলের হাল কে ধরবেন? তবে এখন থেকেই দলের শীর্ষ নেতারা রাহুল গান্ধীকেই সভাপতি করার দাবিতে সোচ্চার হয়েছেন। লোকসভা ভোটের পরে দলের বিপর্যয়ের জন্য নৈতিক দায়িত্ব নিয়ে রাহুল গান্ধী সভাপতি পদ থেকে ইস্তফা দেন। তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন, গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি করা হোক। কংগ্রেস দল কোনো সিদ্ধান্ত না নিতে পেরে সোনিয়া গান্ধীকেই এক বছরের জন্য সভাপতি করে। রাহুল গান্ধী বারবার বলছেন তিনি সভাপতি হবেন না। তা সত্ত্বেও দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তরুণরা রাহুল গান্ধীর জন্য প্রকাশ্যে দাবি তুলেছেন। সম্প্রতি সোনিয়া গান্ধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। তখন বর্ষীয়ান নেতা ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগি¦জয় সিং রাহুল গান্ধী কেন ইস্তফা দিলেন তাই নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, আবার রাহুল গান্ধীকেই দায়িত্ব দেওয়া হোক। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এস বাঘেল ও পাঞ্জাবের কংগ্রেস মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিংও একই দাবি তুলেছেন। যুবা সাংসদদের মধ্যে গৌরব গোগৌই, মানিক রাও টেগোর, কে সুরেশরাও একই দাবিতে সোচ্চার। কংগ্রেসের মধ্যে এ দাবি নতুন নয়। গত মাসে দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির বৈঠকে একই দাবি উঠেছিল। সোনিয়া গান্ধীও বলেছিলেন, এ সিদ্ধান্ত রাহুলকেই নিতে হবে। তিনি সভাপতি পদ গ্রহণে রাজি এমন কোনো ইঙ্গিত মেলেনি। ফলে আগামী মাসে ভারতের সব থেকে পুরনো রাজনৈতিক দলের সভাপতি কে হন, তাই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আগস্টে সোনিয়ার মেয়াদ শেষ, সভাপতি হবেন কি রাহুল?
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর