আর মাসখানেকও বাকি নেই। ১০ আগস্ট জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর এক বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। কিন্তু তারপর দলের হাল কে ধরবেন? তবে এখন থেকেই দলের শীর্ষ নেতারা রাহুল গান্ধীকেই সভাপতি করার দাবিতে সোচ্চার হয়েছেন। লোকসভা ভোটের পরে দলের বিপর্যয়ের জন্য নৈতিক দায়িত্ব নিয়ে রাহুল গান্ধী সভাপতি পদ থেকে ইস্তফা দেন। তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন, গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি করা হোক। কংগ্রেস দল কোনো সিদ্ধান্ত না নিতে পেরে সোনিয়া গান্ধীকেই এক বছরের জন্য সভাপতি করে। রাহুল গান্ধী বারবার বলছেন তিনি সভাপতি হবেন না। তা সত্ত্বেও দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তরুণরা রাহুল গান্ধীর জন্য প্রকাশ্যে দাবি তুলেছেন। সম্প্রতি সোনিয়া গান্ধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। তখন বর্ষীয়ান নেতা ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগি¦জয় সিং রাহুল গান্ধী কেন ইস্তফা দিলেন তাই নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, আবার রাহুল গান্ধীকেই দায়িত্ব দেওয়া হোক। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এস বাঘেল ও পাঞ্জাবের কংগ্রেস মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিংও একই দাবি তুলেছেন। যুবা সাংসদদের মধ্যে গৌরব গোগৌই, মানিক রাও টেগোর, কে সুরেশরাও একই দাবিতে সোচ্চার। কংগ্রেসের মধ্যে এ দাবি নতুন নয়। গত মাসে দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির বৈঠকে একই দাবি উঠেছিল। সোনিয়া গান্ধীও বলেছিলেন, এ সিদ্ধান্ত রাহুলকেই নিতে হবে। তিনি সভাপতি পদ গ্রহণে রাজি এমন কোনো ইঙ্গিত মেলেনি। ফলে আগামী মাসে ভারতের সব থেকে পুরনো রাজনৈতিক দলের সভাপতি কে হন, তাই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
শিরোনাম
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
আগস্টে সোনিয়ার মেয়াদ শেষ, সভাপতি হবেন কি রাহুল?
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর