দেশে গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের বেশি মানুষের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাস সংক্রমণ। এটাই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ সংক্রমণ হার। তবে দেশের অনেক জেলায় সংক্রমণ হার আরও বেশি। দিনাজপুরে প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের, চাঁদপুরে ৩৩ জনের, বগুড়ায় ২৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সারা দেশে মারা গেছেন ৩৩ জন। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিন ও সারা দেশ থেকে বাংলাদেশ প্রতিদিনের সংবাদকর্মীদের পাঠানো তথ্যে এমন চিত্র উঠে এসেছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯টি ল্যাবে (পরীক্ষাগার) ১৪ হাজার ২টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৫৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ২৫ দশমিক ২৩ শতাংশ। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনের। এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বের সর্বোচ্চ সংক্রমণের দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমণ/শনাক্ত হার এখন মাত্র ৮ দশমিক ৪৩ শতাংশ। তবে অধিক নমুনা পরীক্ষার কারণে দেশটিতে দৈনিক করোনা রোগী শনাক্ত হচ্ছে ৬৫ হাজারের বেশি। পাশের দেশ ভারতে শনাক্ত হার ১০ শতাংশের নিচে। দেশটিতে দৈনিক ৩ লক্ষাধিক নমুনা পরীক্ষার কারণে রোগী শনাক্ত হচ্ছে ২৮-২৯ হাজার। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, গত মঙ্গলবার দেশটিতে নমুনা পরীক্ষা করা হয় ৩ লাখ ২০ হাজার ১৬১ জনের। রোগী শনাক্ত হয় ২৯ হাজার ৪২৯ জন। স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। এর ২৭ জন পুরুষ, ছয়জন নারী। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ৪৫৭ জন। এর ১ হাজার ৯৪০ জন পুরুষ, ৫১৭ জন নারী। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ১০ বছরের নিচে একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন, ষাটোর্ধ্ব সাতজন, সত্তরোর্ধ্ব পাঁচজন ও ৮০ বছরের বেশি বয়সী দুজন রয়েছেন। তার মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, সাতজন চট্টগ্রাম বিভাগের, দুজন রাজশাহী বিভাগের, পাঁচজন খুলনা বিভাগের ও তিনজন রংপুর বিভাগের। হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাসায় আটজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ সামনে আসে প্রথম মৃত্যুর খবর। করোনা পরিস্থিতি নিয়ে আমাদের বিভিন্ন জেলার সংবাদকর্মীদের পাঠানো তথ্যে জানা গেছে, ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ২৭ শতাংশ। চাঁদপুরে ৭৬টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৮৯ শতাংশ। বগুড়ায় ২৫৭টি নমুনা পরীক্ষায় ৭০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত হার ২৭ দশমিক ২৩ শতাংশ। দেশের আরও অনেক জেলায় সংক্রমণ হার সারা দেশের সংক্রমণ হারের চেয়ে বেশি। বাংলাদেশ প্রতিদিনের বিভিন্ন জেলার সংবাদকর্মীর পাঠানো তথ্য- কুমিল্লা : গতকাল নতুন করে ৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৯৮। জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৫৮ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫১ জন। নতুন করে লাকসামে একজনসহ কুমিল্লায় মোট ১২৪ জনের মৃত্যু হয়েছে। শুরু থেকে বুধবার পর্যন্ত কুমিল্লা জেলায় মোট ২২ হাজার ২৯৮ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। গড় শনাক্ত হার ২১ শতাংশ; যা সারা দেশের গড় শনাক্ত হারের (১৯ দশমিক ৭৫) চেয়ে বেশি। এ ছাড়া কুমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। বগুড়া : ২৪ ঘণ্টায় ২৫৭টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ায় নতুন করে ৭০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত হার ২৭ দশমিক ২৩ শতাংশ; যা সারা দেশে গতকালের শনাক্ত হারের (২৫ দশমিক ২৩ শতাংশ) চেয়ে ২ শতাংশ বেশি। গড় শনাক্ত হারের চেয়ে সাড়ে ৭ শতাংশ বেশি। এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্ত হলো মোট ৩ হাজার ৮৭৮ জন। জেলায় নতুন করে একজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ৭৩-এ দাঁড়িয়েছে। চাঁদপুর : জেলায় নতুন করে ৭৬টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৮৯ শতাংশ। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১ হাজার ৩৬৬-এ দাঁড়িয়েছে। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬৬ জন। উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে। দিনাজপুর : ১১০ জনের নমুনা পরীক্ষায় দিনাজপুরে নতুন করে ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ২৭ শতাংশ। যদিও শুরু থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার ফল এসেছে ৮ হাজার ৩৮৮টি। সে হিসেবে গড় শনাক্তের হার ১২ দশমিক ৩৮ শতাংশ। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯-এ। দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বিএনপি নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। নোয়াখালী : এক দিনে নতুন করে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় নোয়াখালীতে মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ২ হাজার ৬০৬। এ পর্যন্ত মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭১ জন।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
২৫ শতাংশ ছাড়াল সংক্রমণ হার
দিনাজপুরে সংক্রমণ হার ৩৭ শতাংশের বেশি, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫৩৩, মৃত্যু ৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল
৩৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
শিল্পখাতের নিরাপত্তা চর্চা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৪৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন