শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

তিন মাসে সর্বনিম্ন শনাক্তের হার, ঊর্ধ্বমুখী মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

তিন মাসে সর্বনিম্ন শনাক্তের হার, ঊর্ধ্বমুখী মৃত্যু

নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্তের হার কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষায় দুই হাজার ৪৩৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ, যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০ মের বুলেটিনে শনাক্তের হার ১৫ দশমিক ৮৪ শতাংশের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। পরদিনই তা বেড়ে হয় ১৭ দশমিক ২৮ শতাংশ। এরপর থেকে সংক্রমণ হার বাড়তে বাড়তে ৩ আগস্ট ৩১ শতাংশ ছাড়িয়ে যায়। গত কয়েক দিন ধরেই শনাক্তের হার ক্রমাগত কমছে। তবে বাড়ছে মৃত্যুর হার। গত এক দিনে করোনায় প্রাণ গেছে আরও ৪৫ জনের। এ নিয়ে সরকারি হিসাবে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১২৭ জনে। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ, যা দুই দিন আগেও ছিল ১ দশমিক ৩৪ শতাংশ। ২১ আগস্ট পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। গত ১৭ আগস্টের পর দুই দিন বাদে প্রতিদিনই ৪০ জনের ওপরে মারা গেছেন। ২৬ আগস্ট এক দিনে ৫৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

এদিকে শনাক্তের হার কমতে থাকায় দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে বলে মনে করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক সময় ঢাকার মধ্যে নমুনা পরীক্ষা বাড়ালে কমে যাচ্ছে শনাক্তের হার। বিপরীতটা ঘটছে ঢাকার বাইরে নমুনা পরীক্ষা বাড়ালে। অর্থাৎ, দেশের অনেক এলাকায় সংক্রমণ হার এখন ঢাকার চেয়ে বেশি। সেই সব  এলাকায় নমুনা পরীক্ষা বাড়ালে মোট শনাক্তের হারও বৃদ্ধি পাচ্ছে। আমাদের স্থানীয় সংবাদকর্মীদের পাঠানো তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় বগুড়ায় শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৪৭ শতাংশ, দিনাজপুরে ৩০ দশমিক ৫৯ শতাংশ ও গাজীপুরে ২৪ দশমিক ৮১ শতাংশ। এদিন সারা দেশের ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষার মধ্যে ঢাকার ভিতরে করা হয় নয় হাজার ৩০৪টি ও ঢাকার বাইরে পাঁচ হাজার ৮২০টি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনার সর্বশেষ পরিস্থিতি জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১১ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৪২ জন ও বাড়িতে তিনজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ২৭৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের নিয়ে এ পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছে তিন লাখ চার হাজার ৫৮৩ জন। এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ।

সর্বশেষ খবর