মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ দাবিতে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনরত শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাথ থেকে সরিয়ে দেয়। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান গতকাল এই প্রতিবেদককে এসব তথ্য জানান। সমিতির যুগ্ম মহাসচিব আবু মুসা ভূঁইয়া জানান, জাতীয়করণের দাবিতে গত ১৫ নভেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাথে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছি আমরা। গতকাল হঠাৎ ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের কয়েক সদস্য অতর্কিত লাঠিচার্জ শুরু করে শিক্ষকদের সরিয়ে দেয়। লাঠিচার্জে ইবতেদায়ি শিক্ষক রাকিবুল ইসলাম, ইলিয়াস হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। পরে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিনিধি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এসব শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর আমরা চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করি।
কাজী মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, আগামী মার্চের মধ্যে যদি জাতীয়করণ দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আগামী ১৫ এপ্রিল থেকে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করা হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        