সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
কৃষি

মাঠজুড়ে সাদা সোনা রসুন

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

মাঠজুড়ে সাদা সোনা রসুন

বিগত বছর রসুনের ভালো ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকরা এ মৌসুমেও রসুন চাষে ঝুঁকেছেন। চলতি মৌসুমে গতবারের চেয়েও বেশি পরিমাণে রসুন চাষের লক্ষ্যমাত্রা নিয়ে দিনাজপুরের খানসামার প্রতিটি মাঠজুড়ে চলছে সাদা সোনা নামে খ্যাত রসুনের চাষ। সেচ ও সারের পর্যাপ্ত সরবরাহ থাকায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবারও রসুনের বাম্পার ফলনের মাধ্যমে কৃষক লাভবান হবে বলে  আশা করছে কৃষি বিভাগ। রসুনের দাম ভালো ও ফলন বেশি হওয়ায় এই অঞ্চলে রসুন চাষ আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে, উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি রসুন চাষ হয় খানসামায় এবং বড় হাটও বসে খানসামার কাচিনিয়ায়। ফলে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন এই চাষে। খানসামা উপজেলা কৃষি বিভাগ সূত্র মতে, চলতি মৌসুমে খানসামায় ২৬০০ হেক্টর জমিতে রসুন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে রসুন রোপণ করা হয়েছে। খানসামা উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায় জানান, খানসামায় কৃষকদের কাছে রসুন অন্যতম প্রধান অর্থকরী ফসল হয়ে উঠেছে। খরচ কম ও অধিক লাভ হওয়ায় এই ফসল ব্যাপক হারে চাষ হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর