বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ভাষণ স্মরণে যৌথ অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতা ব্রিগেড প্যারেড ময়দানের ঐতিহাসিক ভাষণ স্মরণে বিশেষ অনুষ্ঠান ভারত-বাংলাদেশ যৌথভাবে পালন করছে। আগামী শনিবার ৬ ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ওই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা আসছেন। পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সম্প্রতি দিল্লি সফরে এসে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাকেও আমন্ত্রণ জানান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি প্রথম বিদেশ সফরে কলকাতা আসেন। তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে কলকাতা দমদম বিমানবন্দরে স্বাগত জানাতে দিল্লি থেকে উড়ে আসেন। পরে দুই নেতা-নেত্রী কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে ঐতিহাসিক সমাবেশে ভাষণ দেন। তিনি স্লোগান দিয়েছিলেন ‘জয় ভারত-জয় বাংলা’। ওই সফরেই সিদ্ধান্ত হয়েছিল মার্চ মাসের মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে। সেই মতো ১ মার্চ সেনা প্রত্যাহার শুরু হয়। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতেই আয়োজন করা হয়েছে অনুষ্ঠান সেই ব্রিগেড প্যারেড ময়দানে। সেখানে ৩০ জন ‘বাংলাদেশ বন্ধু’ যারা বাংলাদেশ সরকারের থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন তাদের সংবর্ধনা দেওয়া হবে।

তার আগে ৫ ফেব্রুয়ারি কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সূচনা হবে এবং একাডেমি অব ফাইন আর্টসে হবে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ’ শীর্ষক এক চিত্রপ্রদর্শনী। অনুষ্ঠানে দিল্লির বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান এবং কলকাতা মিশনের উপহাইকমিশনার তৌফিক হাসান উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর