শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অবহেলায় সিঁড়িতেই সন্তান প্রসব

নেত্রকোনা প্রতিনিধি

কর্তৃপক্ষের অবেহেলায় নেত্রকোনার মোহনগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতেই সন্তান জন্ম দিলেন আল্পনা (২৭) নামের এক মা। তিনি খালিয়াজুরী উপজেলার সাঁতগাও গ্রামের মানিক মিয়ার স্ত্রী। এ ঘটনায় মেডিকেল অফিসার ডা. মারুফুল আলম তালুকদার, নার্স রিনা পাল ও শিল্পী রাণী করকে দায়িত্বে অবহেলার জন্য শোকজ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) নূর মোহাম্মদ সামছুল আলম। রোগীর স্বজনরা জানান, বুধবার দুপুরে রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ডাক্তার তাকে দু তলায় লেবার ওয়ার্ডে পাঠান। ওই ওয়ার্ডে গেলে কোনো রকম চিকিৎসা না দিয়েই জটিল অবস্থা বলে ময়মনসিংহে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে ওই নারী দুতলা থেকে নামার পথে সিঁড়িতেই স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেন। বিষয়টি প্রচার হলে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে টিএইচও নূর মোহাম্মদ সামছুল আলম বলেন, ওই রোগী হাসপাতালে ভর্তি হননি। বাড়িতে প্রথমে ধাত্রী দিয়ে সন্তান প্রসবের চেষ্টা করার পর হাসপাতালে নিয়ে আসা হয়। প্রসবের পর আমরা রোগীকে ভর্তি করে প্রয়োজনীয় সব চিকিৎসা দিয়েছি।

সর্বশেষ খবর