শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

করোনায় মৃত্যু কমছে না

২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৩২ জনের, ৩৩৩ দিনে সর্বোচ্চ শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক

করোনায় মৃত্যু কমছে না

দেশে নমুনা পরীক্ষায় টানা ছয় দিন ধরে বাড়ছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১২টি নমুনা পরীক্ষায় ৮ হাজার ৪৮৩ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.২৭ শতাংশ, যা গত ৩৩৩ দিনের মধ্যে সর্বোচ্চ। করোনা মহামারীকালে এর চেয়ে বেশি শনাক্তের হার ছিল শুধু গত বছরের ৩ আগস্ট। ভাইরাসটির কারণে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১৩২ জন। এ নিয়ে করোনায় টানা ছয় দিন শতাধিক মৃত্যু দেখল দেশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৭৭৮ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৫০৯ জন। গত এক দিনে মারা যাওয়া ১৩২ জনের মধ্যে ৮১ জন ছিলেন পুরুষ ও ৫১ জন নারী। এ পর্যন্ত মোট মৃত্যুর ৭১ শতাংশের বেশিই ছিল পুরুষ। হাসপাতালে ১১৯ জন ও বাড়িতে ১৩ জনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৬৭ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৩০ জন পঞ্চাশোর্ধ্ব, ২০ জন চল্লিশোর্ধ্ব, ১৪ জন ত্রিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। এদিকে টানা ষষ্ঠ দিনের মতো গত ২৪ ঘণ্টায়ও সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ১৩২ জনের মধ্যে ৩৫ জন খুলনায়, ৩০ জন ঢাকায়, ২৪ জন চট্টগ্রামে, ২৪ জন রাজশাহীতে, ৯ জন রংপুরে, ৬ জন ময়মনসিংহে এবং ২ জন করে বরিশাল ও সিলেট বিভাগে মারা গেছেন। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্তের হার ছিল খুলনা বিভাগে ৩৮.১৯ শতাংশ। এরপর যথাক্রমে রংপুরে ৩৪.৮০ শতাংশ, বরিশালে ৩৪.৭৩ শতাংশ, সিলেটে ৩৪.৬৩ শতাংশ, চট্টগ্রামে ২৮.৩৭ শতাংশ, ঢাকায় ২৫.৭০ শতাংশ, ময়মনসিংহে ২৫.১৪ শতাংশ ও রাজশাহী বিভাগে ২৪.৪১ শতাংশ। এক দিনের ব্যবধানে রংপুর ও ময়মনসিংহ বিভাগে শনাক্তের হার কিছুটা কমলেও বেড়েছে বাকি ৬ বিভাগে। এদিকে করোনায় মৃত্যুর পাশাপাশি সমানতালে মৃত্যু হচ্ছে উপসর্গ নিয়ে। অনেক হাসপাতালে করোনা রোগীর চেয়ে উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন বেশি মানুষ। মৃত্যুর আগে এসব রোগী নমুনা দিয়ে থাকলে পরে প্রতিবেদনে পজিটিভ এলে তাদের নাম উঠছে করোনায় মৃত্যুর তালিকায়। নমুনা দেওয়ার আগে মৃত্যু হলে পরে আর নমুনা পরীক্ষা হচ্ছে না।

স্থানীয় পর্যায়ে করোনা পরিস্থিতি নিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য-

খুলনা : বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৫৮ হাজার ৭২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩৬ জন। গতকাল খুুলনা জেলায় ৪৯৫টি নমুনা পরীক্ষায় ২২৩ জনের শরীরে সংক্রমণ পাওয়া যায়। শনাক্তের হার ৪৫ শতাংশ।

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন করোনা পজিটিভ ছিলেন। ৫ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল ৪০৫টি কভিড শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪৬৮ জন।

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন করোনা পজেটিভ ছিলেন, ৭ জন মারা গেছেন উপসর্গ নিয়ে।

বগুড়া : গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৮০টি নমুনার ফলাফলে নতুন করে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৩১ শতাংশ। কুষ্টিয়া : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনার লক্ষণ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ২৫০ শয্যার এই হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গতকাল চিকিৎসাধীন ছিলেন ২৪৩ জন। এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৪২টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.০৫ ভাগ।

বরিশাল : গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের করোনা পজিটিভ এবং অপর ৬ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে গতকাল চিকিৎসাধীন ছিলেন রেকর্ড সংখ্যক ১৬৫ জন রোগী। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৯৩ জনের মধ্যে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩.৩৬ ভাগ। দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে সদরের ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৭৪ জন। একই সময়ে দিনাজপুর জেলায় ২৮৩টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬.৩৯ শতাংশ।

বাগেরহাট : গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭০ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৪.১১ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরণখোলায় ১ জনের মৃত্যু হয়েছে। সিলেট : অতীতের সব রেকর্ড ভেঙে সিলেটে এক দিনে সর্বোচ্চ ৩০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। গেল ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

টাঙ্গাইল : গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। ৫২৬ জনের নমুনা পরীক্ষায় ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৬৭ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জ : ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া : ২৪ ঘণ্টায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ জন।

ঝিনাইদহ : শৈলকুপা উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া  গ্রামে ১০ দিনে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন।

নাটোর : ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় নাটোরে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের মেঝেতেও জায়গা নেই। নাটোর সদর হাসপাতালে ৫০ শয্যার বিপরীতে গতকাল রোগী ভর্তি ছিলেন ৯৩ জন।

রাজবাড়ী : রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে গতকাল দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে। দুজনেরই শ্বাসকষ্টসহ নানা রোগ ছিল।

ভাঙ্গা (ফরিদপুর) :  ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে করোনায় ১২ দিনের ব্যবধানে ছেলের পর মায়ের মৃত্যু হয়েছে। গতকাল ছেলের কবরের পাশেই দাফন করা হয় মা উজালা বেগমকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর