সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
নোয়াখালী আওয়ামী লীগ

পূর্ব ঘোষিত কমিটির দাবিতে বিক্ষোভ ভাঙচুর ১৪৪ ধারা জারি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ২০১৯ সালে ঘোষিত কমিটি দেওয়ার দাবিতে গতকাল এমপি সমর্থকদের বিক্ষোভ সমাবেশ, শোডাউন, মোটরসাইকেল ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ অবস্থায় জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। একই দাবিতে আজ সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এমপির সমর্থনে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। একই স্থানে একই সময়ে আরও দুটি পক্ষ সমাবেশ আহ্বান করায় আজ ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে।

নোয়াখালী  জেলা আওয়ামী লীগের ২০১৯ সালের ২০ নভেম্বর শহীদ ভুলু স্টেডিয়ামে সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার দাবিতে গতকাল বিকালে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর পক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শোডাউন ও বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, আবদুল মমিন বিএসসি, আতাউর রহমান নাছের, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব প্রমুখ। সমাবেশের শেষ পর্যায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীনের সমর্থনে একটি মিছিল আসার চেষ্টা করলে এমপি সমর্থকরা ধাওয়া দিলে তারা মফিজ প্লাজার দিকে চলে যায়। এ সময় বিক্ষুব্ধরা ৩/৪টি মোটরসাইকেল ভাঙচুর করে। জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ প্রধান সড়ক দখলে নেয় এমপি সমর্থকরা। পরে পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেলের সমর্থনে আরেকটি মিছিল প্রধান সড়কের দিকে যাওয়ার পথে এমপি সমর্থকরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সরিয়ে দেওয়া হয় দুই পক্ষকে।

এদিকে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ রাস্তায় টহলে রয়েছে এবং মাইজদী শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। আতঙ্কে রয়েছেন প্রধান সড়কের পাশে ব্যবসায়ীরা। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, ২০১৯ সালের ২০ নভেম্বর শহীদ ভুলু স্টেডিয়ামে ঘোষিত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি জানান তারা। এ লক্ষ্যে সোমবার (আজ) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এমপির সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

১৪৪ ধারা জারি : নোয়াখালী জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের তিন গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে।

গতকাল সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ খবর