খুলনার কয়রায় একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় ‘ক্লুু’ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে পূর্বশত্রুতার বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। জানা যায়, নিহত হাবিবুল্লাহর সঙ্গে প্রতিবেশী কুদ্দুস গাজীর পরিবারের দ্বন্দ্ব ছিল। চলতি বছরের প্রথমদিকে এক দিন সন্ধ্যার পর মুখোশধারী কিছু যুবক হাবিবুল্লাহকে মারধর করে। এ ছাড়া কুদ্দুস গাজীর বাড়িতে গেলে হাবিবুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করা হয়। পরে গ্রাম্য সালিশে হাবিবুল্লাহ আর কখনো ওই বাড়িতে যেতে পারবেন না বলে লিখিত ফয়সালা হয়। পুলিশ কুদ্দুস গাজীর স্ত্রী সুলতানাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় সূত্র বলছে, সুলতানার সঙ্গে অন্য যুবকদের পরকীয়া আছে বলে হাবিবুল্লাহ মন্তব্য করতেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ তৈরি হয়। কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, পরকীয়াসহ আরও কিছু বিষয় সামনে রেখে তদন্ত চলছে। সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। দ্রুত সময়ে মোটিভ উদ্ধার করা সম্ভব হবে। জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় কয়রায় বাগালী ইউনিয়নের বানিয়া গ্রামের হাবিবুল্লাহ গাজীকে (৪২) হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করা হয়। একই সঙ্গে তার স্ত্রী বিউটি খাতুনকে (৩৫) শ্বাসরোধ করে ও মেয়ে হাবিবা খাতুন টুনিকে (১৩) কুপিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়। হত্যার এ ঘটনায় হাবিবুল্লাহর মা কোহিনুর খানম বাদী হয়ে মঙ্গলবার রাতে কয়রা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। সিআইডি, ডিবি, পিবিআই, র্যাবসহ পুলিশের একাধিক টিম খুনের নেপথ্যের কারণ উদঘাটন ও খুনিদের গ্রেফতারে কাজ করছে। অন্যদিকে গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হত্যার আগে ধর্ষণের ঘটনা ছিল কি না বিষয়টি জানতে চাইছে পুলিশ। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। যা কিছু জানা গেছে তা এখনই বলা ঠিক হবে না। শেষ পর্যন্ত গিয়ে আমরা প্রকাশ করব। নিহতদের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তদন্তে সহায়ক হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা