খুলনার কয়রায় একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় ‘ক্লুু’ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে পূর্বশত্রুতার বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। জানা যায়, নিহত হাবিবুল্লাহর সঙ্গে প্রতিবেশী কুদ্দুস গাজীর পরিবারের দ্বন্দ্ব ছিল। চলতি বছরের প্রথমদিকে এক দিন সন্ধ্যার পর মুখোশধারী কিছু যুবক হাবিবুল্লাহকে মারধর করে। এ ছাড়া কুদ্দুস গাজীর বাড়িতে গেলে হাবিবুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করা হয়। পরে গ্রাম্য সালিশে হাবিবুল্লাহ আর কখনো ওই বাড়িতে যেতে পারবেন না বলে লিখিত ফয়সালা হয়। পুলিশ কুদ্দুস গাজীর স্ত্রী সুলতানাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় সূত্র বলছে, সুলতানার সঙ্গে অন্য যুবকদের পরকীয়া আছে বলে হাবিবুল্লাহ মন্তব্য করতেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ তৈরি হয়। কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, পরকীয়াসহ আরও কিছু বিষয় সামনে রেখে তদন্ত চলছে। সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। দ্রুত সময়ে মোটিভ উদ্ধার করা সম্ভব হবে। জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় কয়রায় বাগালী ইউনিয়নের বানিয়া গ্রামের হাবিবুল্লাহ গাজীকে (৪২) হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করা হয়। একই সঙ্গে তার স্ত্রী বিউটি খাতুনকে (৩৫) শ্বাসরোধ করে ও মেয়ে হাবিবা খাতুন টুনিকে (১৩) কুপিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়। হত্যার এ ঘটনায় হাবিবুল্লাহর মা কোহিনুর খানম বাদী হয়ে মঙ্গলবার রাতে কয়রা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। সিআইডি, ডিবি, পিবিআই, র্যাবসহ পুলিশের একাধিক টিম খুনের নেপথ্যের কারণ উদঘাটন ও খুনিদের গ্রেফতারে কাজ করছে। অন্যদিকে গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হত্যার আগে ধর্ষণের ঘটনা ছিল কি না বিষয়টি জানতে চাইছে পুলিশ। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। যা কিছু জানা গেছে তা এখনই বলা ঠিক হবে না। শেষ পর্যন্ত গিয়ে আমরা প্রকাশ করব। নিহতদের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তদন্তে সহায়ক হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে