দেশের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত অনুষ্ঠানের গতকাল সমাপনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানে সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, নকিব খান, আবরার টিপুসহ দেশের প্রতিশ্রুতিশীল শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গান করে ছোট্ট শিশুরাও। আনন্দলোকে মঙ্গলালোকে, আমাদের দেশটা স্বপ্নপুরী, জয় হো, শান্তির জয় হো, সাম্যের জয় হো, আজ
যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই- এসব গানে মাতেন সংগীত সমঝদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমন্ত্রিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকাল সাড়ে ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অনুষ্ঠানস্থলে এলে তাঁদের স্বাগত জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আসাদুজ্জামান নূর এমপি। ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্য সামনে রেখে দ্বিতীয় দিনের আয়োজনে মঞ্চে উপস্থাপন করা হয় নাচ, গান, কবিতা, মঞ্চনাটক ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা ও গান। গানে গানে উঠে এসেছে গ্রাম বাংলার প্রকৃতি। প্রধানমন্ত্রী আসার পর পরই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়। ৪০ জনের অংশগ্রহণে এ কবিতা আবৃত্তিতে নেতৃত্ব দেন আসাদুজ্জামান নূর এমপি।
শিরোনাম
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- এটিএম কার্ড ছোঁয়া মাত্র তথ্য উধাও, বেড়েই চলেছে ক্লোনিং আতঙ্ক
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
শেষ হলো ‘মহাবিজয়ের মহানায়ক’
উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর