বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আগে দিনে ভোট হতো এখন রাতে : অলি

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘আমরা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করলেও এখন জনগণ প্রকৃত অর্থে স্বাধীনতার ফল ভোগ করতে পারছে না। বর্তমান সরকার দেশের স্বাধীনতা নষ্ট করেছে, বিচার বিভাগ নষ্ট করেছে, নির্বাচন পদ্ধতি নষ্ট করেছে। আগে দিনের বেলায় ভোট হতো, এখন তারা রাতের বেলায় ভোটের ব্যবস্থা করেছে।’ যুক্তরাষ্ট্র সফররত এলডিপি প্রেসিডেন্ট ও মহাসচিবের সম্মানে যুক্তরাষ্ট্র শাখা এলডিপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল গণমাধ্যমে পাঠানো পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র এলডিপির আহ্বায়ক এম এ জাফর। এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদসহ যুক্তরাষ্ট্র এলডিপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র এলডিপির সদস্যসচিব দেলোয়ার হোসেন।

প্রবাসীদের উদ্দেশে কর্নেল অলি আরও বলেন, ‘আপনারা অনেক কষ্ট করে দেশে ডলার পাঠাচ্ছেন আর ক্ষমতাসীন দলের অধিকাংশ নেতা-কর্মী তা বিদেশে পাচার করছেন। সরকারি দলের নেতা-কর্মীরা নানা পন্থায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করছেন। দেশের প্রতিটি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় দুর্নীতির শেষ প্রান্তে উপনীত হয়েছে।’

সর্বশেষ খবর