রাজধানীতে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। রবিবার রাতে লাশ উদ্ধারের পরই তার স্বামী এবং গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকালও তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই করা হয়েছে। রবিবার রাতে বাড্ডা লিংক রোডের ১০ নম্বর গলিতে নিজ বাসার বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার নাম আফরোজা সুলতানা তামান্না (৩০)। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। থানা পুলিশ জানায়, স্বামী আয়ান ফারিজ বাসায় ফিরে আফরোজা বেগমের গলা কাটা লাশ দেখতে পান। এটি পরিকল্পিত খুন বলে ধারণা করছেন তদন্ত-সংশ্লিষ্টরা। দুই মাস আগে আয়ানের সঙ্গে আফরোজার বিয়ে হয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তবে আফরোজার বাবা-মা কুড়িল বিশ্বরোডে থাকেন। এর আগে রবিবার সোয়া ৪টায় আফরোজা তার গাড়ির ড্রাইভার হৃদয় বেপারিকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে ঢোকেন। লাশ উদ্ধারের খবরে থানা পুলিশ ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হয় ডিবির গুলশান বিভাগ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট। তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন। আর স্বামী আয়ান অফিস থেকে ফিরে বাসায় স্ত্রীকে রক্তাক্ত দেখে সাহায্যের জন্য ছুটে যান প্রতিবেশীর কাছে। আফরোজার পরিবার বলছে, কারও সঙ্গে বিরোধ ছিল না তাদের মেয়ের। এদিকে প্রতিবেশীরা বলছেন, ঘটনার সময় তারা গাড়িচালককে বাসা থেকে বের হতে দেখেছিলেন। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিবি) মশিউর রহমান জানান, ঘটনাটি হৃদয়বিদারক। তবে দু-এক দিনের মধ্যেই খুনিকে আইনের আওতায় আনা সম্ভব হবে। একই রাতে সবুজবাগের পূর্ব রাজারবাগ হিন্দুপাড়া এলাকার একটি বাসা থেকে অনন্যা রানী রায় (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। গতকাল মেয়েটির বাবা অমল চন্দ্র বর্মণ জানান, কল্লোল সরকার নামে এক ছেলের সঙ্গে অনন্যার প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়ে তারা কিছু জানতেন না। রবিবার রাতে মোবাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাষিয়া গ্রামে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বাড্ডায় নারীর গলা কাটা লাশের রহস্য উদঘাটন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর