রাজধানীতে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। রবিবার রাতে লাশ উদ্ধারের পরই তার স্বামী এবং গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকালও তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই করা হয়েছে। রবিবার রাতে বাড্ডা লিংক রোডের ১০ নম্বর গলিতে নিজ বাসার বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার নাম আফরোজা সুলতানা তামান্না (৩০)। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। থানা পুলিশ জানায়, স্বামী আয়ান ফারিজ বাসায় ফিরে আফরোজা বেগমের গলা কাটা লাশ দেখতে পান। এটি পরিকল্পিত খুন বলে ধারণা করছেন তদন্ত-সংশ্লিষ্টরা। দুই মাস আগে আয়ানের সঙ্গে আফরোজার বিয়ে হয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তবে আফরোজার বাবা-মা কুড়িল বিশ্বরোডে থাকেন। এর আগে রবিবার সোয়া ৪টায় আফরোজা তার গাড়ির ড্রাইভার হৃদয় বেপারিকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে ঢোকেন। লাশ উদ্ধারের খবরে থানা পুলিশ ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হয় ডিবির গুলশান বিভাগ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট। তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন। আর স্বামী আয়ান অফিস থেকে ফিরে বাসায় স্ত্রীকে রক্তাক্ত দেখে সাহায্যের জন্য ছুটে যান প্রতিবেশীর কাছে। আফরোজার পরিবার বলছে, কারও সঙ্গে বিরোধ ছিল না তাদের মেয়ের। এদিকে প্রতিবেশীরা বলছেন, ঘটনার সময় তারা গাড়িচালককে বাসা থেকে বের হতে দেখেছিলেন। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিবি) মশিউর রহমান জানান, ঘটনাটি হৃদয়বিদারক। তবে দু-এক দিনের মধ্যেই খুনিকে আইনের আওতায় আনা সম্ভব হবে। একই রাতে সবুজবাগের পূর্ব রাজারবাগ হিন্দুপাড়া এলাকার একটি বাসা থেকে অনন্যা রানী রায় (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। গতকাল মেয়েটির বাবা অমল চন্দ্র বর্মণ জানান, কল্লোল সরকার নামে এক ছেলের সঙ্গে অনন্যার প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়ে তারা কিছু জানতেন না। রবিবার রাতে মোবাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাষিয়া গ্রামে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
বাড্ডায় নারীর গলা কাটা লাশের রহস্য উদঘাটন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর