রাজধানীতে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। রবিবার রাতে লাশ উদ্ধারের পরই তার স্বামী এবং গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকালও তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই করা হয়েছে। রবিবার রাতে বাড্ডা লিংক রোডের ১০ নম্বর গলিতে নিজ বাসার বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার নাম আফরোজা সুলতানা তামান্না (৩০)। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। থানা পুলিশ জানায়, স্বামী আয়ান ফারিজ বাসায় ফিরে আফরোজা বেগমের গলা কাটা লাশ দেখতে পান। এটি পরিকল্পিত খুন বলে ধারণা করছেন তদন্ত-সংশ্লিষ্টরা। দুই মাস আগে আয়ানের সঙ্গে আফরোজার বিয়ে হয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তবে আফরোজার বাবা-মা কুড়িল বিশ্বরোডে থাকেন। এর আগে রবিবার সোয়া ৪টায় আফরোজা তার গাড়ির ড্রাইভার হৃদয় বেপারিকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে ঢোকেন। লাশ উদ্ধারের খবরে থানা পুলিশ ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হয় ডিবির গুলশান বিভাগ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট। তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন। আর স্বামী আয়ান অফিস থেকে ফিরে বাসায় স্ত্রীকে রক্তাক্ত দেখে সাহায্যের জন্য ছুটে যান প্রতিবেশীর কাছে। আফরোজার পরিবার বলছে, কারও সঙ্গে বিরোধ ছিল না তাদের মেয়ের। এদিকে প্রতিবেশীরা বলছেন, ঘটনার সময় তারা গাড়িচালককে বাসা থেকে বের হতে দেখেছিলেন। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিবি) মশিউর রহমান জানান, ঘটনাটি হৃদয়বিদারক। তবে দু-এক দিনের মধ্যেই খুনিকে আইনের আওতায় আনা সম্ভব হবে। একই রাতে সবুজবাগের পূর্ব রাজারবাগ হিন্দুপাড়া এলাকার একটি বাসা থেকে অনন্যা রানী রায় (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। গতকাল মেয়েটির বাবা অমল চন্দ্র বর্মণ জানান, কল্লোল সরকার নামে এক ছেলের সঙ্গে অনন্যার প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়ে তারা কিছু জানতেন না। রবিবার রাতে মোবাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাষিয়া গ্রামে।
শিরোনাম
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
বাড্ডায় নারীর গলা কাটা লাশের রহস্য উদঘাটন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর