সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

করোনা শনাক্তের হার সর্বোচ্চ বরিশালে, সর্বনিম্ন সিলেটে

নিজস্ব প্রতিবেদক

করোনা শনাক্তের হার সর্বোচ্চ বরিশালে, সর্বনিম্ন সিলেটে

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৫৭২ জনের দেহে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২.৯৬ শতাংশ। তবে বিভাগভিত্তিক সর্বোচ্চ ২০.৬৯ শতাংশ শনাক্তের হার ছিল বরিশালে, সর্বনিম্ন ৪.০৪ শতাংশ হার ছিল সিলেট বিভাগে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় ৫৭২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ২৫৮ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ২১ হাজার ৬৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬২ হাজার ৮৭২ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৫৩ জন। গত এক দিনে মৃত দুজনই ছিলেন ঢাকা জেলার বাসিন্দা। বয়সে ছিলেন ষাটোর্ধ্ব। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সারা দেশের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২.৯৬ শতাংশ হলেও বরিশাল বিভাগে এই হার ছিল ২০.৬৯ শতাংশ। অন্যান্য বিভাগের মধ্যে রংপুরে ১৬.৬৭ শতাংশ, ময়মনসিংহে ১৫.২৮ শতাংশ, খুলনায় ১৪.৫৮ শতাংশ, ঢাকায় ১৩.৬৬ শতাংশ, রাজশাহীতে ১২.৩৭ শতাংশ, চট্টগ্রামে ৪.৭২ শতাংশ ও সিলেটে ৪.০৪ শতাংশ ছিল শনাক্তের হার। গত ২৩ সেপ্টেম্বর নমুনা পরীক্ষায় ১৫.৩৮ শতাংশ শনাক্ত হারের খবর দেয় স্বাস্থ্য অধিদফতর, যা ছিল ৭৫ দিনের মধ্যে সর্বোচ্চ। গত দুই দিনে শনাক্তের হার কিছুটা কমে ১৩ শতাংশের নিচে নেমেছে।

সর্বশেষ খবর