বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নতুন প্রজন্ম এখনো নিজের হাতে ভোট দিতে পারেনি

-আমিন-উর-রশিদ ইয়াছিন

নতুন প্রজন্ম এখনো নিজের হাতে ভোট দিতে পারেনি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, ‘দক্ষিণ জেলা ও মহানগরীতে বিএনপির নতুন কমিটি হয়েছে। মহানগরীতে আমরা তারুণ্যনির্ভর কমিটি পেয়েছি। সরকারের নানা বাধাবিপত্তি সত্ত্বেও আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে ৩০-৪০টি করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বাড়িঘরে হামলা হচ্ছে। কয়েকজনকে গুম করা হয়েছে। সম্প্রতি মনোহরগঞ্জের বিপুলাসারে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুসহ নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।’ তিনি বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি তৃণমূলে দল পুনর্গঠনে জেলা বিএনপি কাজ করে যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত পথে আমরা কাজ করছি। দক্ষিণ জেলার প্রায় সব উপজেলার সাংগঠনিক অবস্থা ভালো। উপজেলা সম্মেলন পর্যায়ক্রমে করা হবে।’

আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ বাঁচতে চায়। মানুষ চায় বিএনপি মাঠে নামুক। আমাদের সঙ্গে মাঠে জনগণও নেমেছে। তাই কুমিল্লায় একটি সভা বা বিক্ষোভ মিছিলের ডাক দিলে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। দেশের মানুষ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে বেশি খারাপ সময় যাচ্ছে মধ্যবিত্তের। না পারছে বাঁচতে, না পারছে ভিক্ষায় নামতে।’ মহানগরী বিএনপির নতুন কমিটিতে বিভিন্ন মতের নেতৃত্বের সম্মিলন নিয়ে তিনি বলেন, ‘বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। তবে সুখের কথা হলো দলের ও দেশের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।’

আগামী নির্বাচনের বিষয়ে এই বিএনপি নেতা বলেন, ‘নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। নিরপেক্ষ সরকারের দাবিতে আমরা মাঠে নেমেছি। এ সরকার বৈধ নয়। আওয়ামী লীগ প্রমাণ করেছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নতুন প্রজন্মের যারা ভোটার হয়েছেন তারা এখনো নিজের হাতে ভোট দিতে পারেননি। কীভাবে ভোট দিতে হয় তারা জানেন না। কারণ তাদের সে সুযোগ দেওয়া হয়নি। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা মানুষের অধিকার আদায়ে নির্বাচনে যাব, তবে সেটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে।’

সর্বশেষ খবর