সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশি তরুণী ধর্ষণে মহারাষ্ট্রে পুলিশ সাসপেন্ড

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের নাবালিকা তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতের মহারাষ্ট্রের এক পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে রাজ্যটির সাংলি জেলার বিশ্রামবাগ পুলিশ থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতে পাঠানো হলে তাকে পুলিশ রিমান্ডের নির্দেশ দেন আদালত। সাংলি জেলার পুলিশ সুপার ড. বাসবরাজ তেলি গত বৃহস্পতিবার ওই পুলিশ কনস্টেবলকে তার চাকরি থেকে সাসপেন্ড করেন। অভিযুক্ত ওই কনস্টেবলের বিরুদ্ধে ১৭ বছর বয়সী বাংলাদেশি নাবালিকাকে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। জানা যায়, সাংলি জেলায় এক নারীর সঙ্গে অবস্থান করত বাংলাদেশ থেকে ভারতে আসা ওই তরুণী। পুলিশ অভিযানের হাত থেকে তাদের বাঁচাতে উভয়ের কাছ থেকে ওই কনস্টেবল কয়েক লাখ রুপি নিয়েছিলেন বলেও অভিযোগ। নির্যাতিতা ওই তরুণীর কাছ থেকে ২ লাখ রুপি এবং তরুণীকে আশ্রয় দেওয়া নারীর কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছিলেন সাংলি জেলা পুলিশের ওই কনস্টেবল।

সর্বশেষ খবর