রংপুরের মিঠাপুকুর উপজেলায় হাতকড়াসহ একজন মাদক বিক্রেতার পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে হাতকড়া ফেরত দিতে এলে তার ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান। বুধবার মিঠাপুকুরে বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের হাতকড়াসহ সুভাষ চন্দ্র দাস নামে একজন মাদক বিক্রেতা পালিয়ে যান। ওই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় পুলিশের একজন এসআই ও একজন এএসআইকে ক্লোজ করা হয়।
পুলিশসূত্রে জানা গেছে, বুধবার বিকালে মির্জাপুর ইউনিয়নের তুলসীডাঙ্গা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ইউনুস আলী, সহকারী উপপরিদর্শক রবিউল ইসলামসহ একটি দল। এ সময় তারা ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুভাষ চন্দ্র দাসকে (৪৫) গ্রেফতার করেন।
তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে সুভাষকে নিয়ে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুরে দুলু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় সুযোগ বুঝে সুভাষ হাতকড়াসহ পালিয়ে যান। বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে হাতকড়া ফেরত দেওয়ার জন্য সুভাষের ছোট ভাই সুশীল চন্দ্র দাস এলে তাকে গ্রেফতার করা হয়। মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।