মেহেরপুরের মুজিবনগরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও তিন সাংবাদিকের নামে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে। এ মামলার আসামিরা হলেন মেহেরপুরের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার, বার্তা সম্পাদক মিজানুর রহমান ও মুজিবনগর প্রতিনিধি ডালিম। মেহেরপুর নিউজে ‘২৭ বছর পর জমি নিজের দাবি করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কোমর উদ্দিন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে গতকাল এ মামলাটি করেন। মামলার বাদী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (বিলুপ্ত) ৫৭ ধারায় এ মামলাটি করেছেন। বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়ে ১৪ মের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।