যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের যৌথ আয়োজনে ২৭ জুলাই রাজধানীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ-পশ্চিম গেটে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানায় সংগঠন তিনটি। সংগঠন তিনটির সভাপতি-সাধারণ সম্পাদকদের পক্ষ থেকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সংবাদ সম্মেলন পরিচালনা করেন। লিখিত বক্তব্য পাঠ করেন মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে এই ‘শান্তি সমাবেশ’। বৃহস্পতিবার বেলা ১১টা থেকেই নেতা-কর্মীরা জড়ো হবেন সমাবেশস্থলে। ১টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৩টা থেকে শুরু হবে সমাবেশ। উল্লেখ্য, গত ২৩ জুলাই রাজধানীতে ‘তারুণ্যের জয়যাত্রা’ শীর্ষক সমাবেশের ঘোষণা দেয় যুবলীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা ও ময়মনসিংহ জেলার সমন্বয়ে এই সমাবেশের ঘোষণা দেয় তারা। গতকাল সংবাদ সম্মেলনে সমাবেশের নাম পরিবর্তন ও যুবলীগের সঙ্গে আরও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
শিরোনাম
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার