যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের যৌথ আয়োজনে ২৭ জুলাই রাজধানীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ-পশ্চিম গেটে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানায় সংগঠন তিনটি। সংগঠন তিনটির সভাপতি-সাধারণ সম্পাদকদের পক্ষ থেকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সংবাদ সম্মেলন পরিচালনা করেন। লিখিত বক্তব্য পাঠ করেন মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে এই ‘শান্তি সমাবেশ’। বৃহস্পতিবার বেলা ১১টা থেকেই নেতা-কর্মীরা জড়ো হবেন সমাবেশস্থলে। ১টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৩টা থেকে শুরু হবে সমাবেশ। উল্লেখ্য, গত ২৩ জুলাই রাজধানীতে ‘তারুণ্যের জয়যাত্রা’ শীর্ষক সমাবেশের ঘোষণা দেয় যুবলীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা ও ময়মনসিংহ জেলার সমন্বয়ে এই সমাবেশের ঘোষণা দেয় তারা। গতকাল সংবাদ সম্মেলনে সমাবেশের নাম পরিবর্তন ও যুবলীগের সঙ্গে আরও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
শিরোনাম
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন