চাঁদপুরের আবুল হাসানাতের ছোটবেলা থেকেই স্বপ্ন প্রকৌশলী হওয়ার। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে বিএসসি সম্পন্ন করে দেশের বাইরে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় চোখ আটকে যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) হায়দরাবাদের স্কলারশিপের বিজ্ঞপ্তিতে। আইইএলটিএস বা কোনোরকম আলাদা সনদ ছাড়াই শুধু অনলাইনে সাক্ষাৎকার দিয়ে মিলে যায় ভর্তির সুযোগ। হাসানাত বলেন, ‘আইআইটি হায়দরাবাদে পড়তে পারা আমার কাছে স্বপ্নের মতো।’ প্রতি মাসে ৬০ হাজার রুপি স্কলারশিপ ছাড়াও বছরে গবেষণার জন্য পাচ্ছেন আলাদা ১ লাখ রুপি। হাসানাতের মতো বাংলাদেশ থেকে আসা আরেক শিক্ষার্থী উৎপল কুমার ঘোষের গল্পও কিছুটা এরকমই। প্রকৌশল, প্রযুক্তি ছাড়াও ৩০০-এর বেশি ফ্যাকাল্টিতে আইআইটি হায়দরাবাদে আছে পড়ার সুযোগ। গতকাল বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় আইআইটি হায়দরাবাদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক বি এস মূর্তি। তিনি জানান, বর্তমানে সারা ভারতে তৃতীয় স্থানে থাকা এ প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ৪ হাজার ২০০ শিক্ষার্থী, যার মধ্যে স্নাতক পর্যায়ে ১ হাজার ৭৬০, স্নাতকোত্তর ১ হাজার ২৮০ ও ডক্টরাল শিক্ষার্থী আছেন ১ হাজার ১৬০ জন। তিনি বলেন, ‘আইআইটি হায়দরাবাদে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে সিজিপিএ ১০-এর মধ্যে ন্যূনতম ৮ থাকতে হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য আসছেন। প্রকৌশল, প্রযুক্তি, স্থাপত্য, কলা, মনোবিজ্ঞান, সাইবার নিরাপত্তা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), শিল্প-বিজ্ঞানসহ বিভিন্ন আধুনিক বিষয়ে গবেষণা ও শিক্ষার সুযোগ রয়েছে এখানে। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আইআইটি হায়দরাবাদে পড়ার সুযোগ পাচ্ছেন। এ ব্যাপারে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আগ্রহী হলে আমরা তাতে সার্বিক সহযোগিতা করব।’ আইআইটি হায়দরাবাদে স্কলারশিপে পড়তে আসা উৎপল কুমার ঘোষ জানান, এখানে উচ্চ শিক্ষার পাশাপাশি রয়েছে গবেষণার দারুণ সুযোগ। আইআইটি হায়দরাবাদের শিক্ষার্থীরা প্রতি বছর প্রায় ১০০ স্টার্ট আপ দাঁড় করান। যেমন উদাহরণ টেনে বলা যায়, আফগানিস্তান থেকে আসা শিক্ষার্থী ওয়ারেস আলি এ বছর নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তার উদ্ভাবিত ডিভাইসটি জানিয়ে দেবে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রোগীর পরবর্তী ৫ মিনিটের পালস রেট। এখন এই উদ্ভাবিত প্রযুক্তির উন্নয়নে কাজ চলছে। এ ডিভাইসটির সফলতা চিকিৎসাবিজ্ঞানে খুলে দেবে এক নতুন দিগন্ত। ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেডি জেলায় কান্দি গ্রামে প্রায় ৬০০ একর জমির ওপর গড়ে উঠেছে সরকারি এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শিরোনাম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
স্কলারশিপে আইআইটি হায়দরাবাদে মিলছে উচ্চশিক্ষার সুযোগ
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানটি
জয়শ্রী ভাদুড়ী ও কাজী শাহেদ, হায়দরাবাদ থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর