রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ২৬ নম্বর ওয়ার্ডে এক নবজাতককে ফেলে পালিয়ে গেছেন যুবক-যুবতী। শনিবার রাত পৌনে ৮টার দিকে নবজাতকটিকে ২৬ নম্বর শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রেখে ইমারজেন্সি থেকে ভর্তির কাগজ নিয়ে আসার কথা বলে তারা আর ফিরে আসেননি। শিশুটি বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। ২৬ নম্বর ওয়ার্ডের নার্স ও গার্ডরা জানান, প্রায় ৩০ বছর বয়সী দুজন যুবক-যুবতী বাচ্চাটিকে ওয়ার্ডে নিয়ে আসেন। চিকিৎসা চলা অবস্থায় গেট থেকে ভর্তির কাগজ নিয়ে আসার নাম করে তারা চলে যান। তারপর আর ফিরে আসেননি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মাদ জানান, শনিবার রাতে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে একটি সদ্যভূমিষ্ঠ ছেলে বাচ্চাকে দুজন যুবক-যুবতী শ্বাসকষ্টের কথা বলে ভর্তি করাতে নিয়ে আসেন। নার্সেরা নবজাতককে ভর্তির কাগজ আনার কথা বললে তারা কাগজ নিয়ে আসার কথা বলে ওয়ার্ড থেকে বের হন। নবজাতককে নার্সের তত্ত্বাবধানে রেখে আর ফিরে আসেননি। রামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘রবিবারও কেউ শিশুটির খোঁজ নিতে আসেননি। তাই আমরা বিষয়টি সমাজসেবা অধিদফতরকে জানিয়েছি। ইতোমধ্যে নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নবজাতককের বাবা-মাকে খুঁজে না পেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের ছোটমণি নিবাসে হস্তান্তর করা হবে।’ রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, শিশুটি এখনো হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে। অভিভাবকের সন্ধানে পুলিশ কাজ করছে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
অষ্টম কলাম
নবজাতককে হাসপাতালে রেখে পালালেন যুবক-যুবতী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর