রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ২৬ নম্বর ওয়ার্ডে এক নবজাতককে ফেলে পালিয়ে গেছেন যুবক-যুবতী। শনিবার রাত পৌনে ৮টার দিকে নবজাতকটিকে ২৬ নম্বর শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রেখে ইমারজেন্সি থেকে ভর্তির কাগজ নিয়ে আসার কথা বলে তারা আর ফিরে আসেননি। শিশুটি বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। ২৬ নম্বর ওয়ার্ডের নার্স ও গার্ডরা জানান, প্রায় ৩০ বছর বয়সী দুজন যুবক-যুবতী বাচ্চাটিকে ওয়ার্ডে নিয়ে আসেন। চিকিৎসা চলা অবস্থায় গেট থেকে ভর্তির কাগজ নিয়ে আসার নাম করে তারা চলে যান। তারপর আর ফিরে আসেননি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মাদ জানান, শনিবার রাতে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে একটি সদ্যভূমিষ্ঠ ছেলে বাচ্চাকে দুজন যুবক-যুবতী শ্বাসকষ্টের কথা বলে ভর্তি করাতে নিয়ে আসেন। নার্সেরা নবজাতককে ভর্তির কাগজ আনার কথা বললে তারা কাগজ নিয়ে আসার কথা বলে ওয়ার্ড থেকে বের হন। নবজাতককে নার্সের তত্ত্বাবধানে রেখে আর ফিরে আসেননি। রামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘রবিবারও কেউ শিশুটির খোঁজ নিতে আসেননি। তাই আমরা বিষয়টি সমাজসেবা অধিদফতরকে জানিয়েছি। ইতোমধ্যে নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নবজাতককের বাবা-মাকে খুঁজে না পেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের ছোটমণি নিবাসে হস্তান্তর করা হবে।’ রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, শিশুটি এখনো হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে। অভিভাবকের সন্ধানে পুলিশ কাজ করছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
অষ্টম কলাম
নবজাতককে হাসপাতালে রেখে পালালেন যুবক-যুবতী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর