রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ২৬ নম্বর ওয়ার্ডে এক নবজাতককে ফেলে পালিয়ে গেছেন যুবক-যুবতী। শনিবার রাত পৌনে ৮টার দিকে নবজাতকটিকে ২৬ নম্বর শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রেখে ইমারজেন্সি থেকে ভর্তির কাগজ নিয়ে আসার কথা বলে তারা আর ফিরে আসেননি। শিশুটি বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। ২৬ নম্বর ওয়ার্ডের নার্স ও গার্ডরা জানান, প্রায় ৩০ বছর বয়সী দুজন যুবক-যুবতী বাচ্চাটিকে ওয়ার্ডে নিয়ে আসেন। চিকিৎসা চলা অবস্থায় গেট থেকে ভর্তির কাগজ নিয়ে আসার নাম করে তারা চলে যান। তারপর আর ফিরে আসেননি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মাদ জানান, শনিবার রাতে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে একটি সদ্যভূমিষ্ঠ ছেলে বাচ্চাকে দুজন যুবক-যুবতী শ্বাসকষ্টের কথা বলে ভর্তি করাতে নিয়ে আসেন। নার্সেরা নবজাতককে ভর্তির কাগজ আনার কথা বললে তারা কাগজ নিয়ে আসার কথা বলে ওয়ার্ড থেকে বের হন। নবজাতককে নার্সের তত্ত্বাবধানে রেখে আর ফিরে আসেননি। রামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘রবিবারও কেউ শিশুটির খোঁজ নিতে আসেননি। তাই আমরা বিষয়টি সমাজসেবা অধিদফতরকে জানিয়েছি। ইতোমধ্যে নগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নবজাতককের বাবা-মাকে খুঁজে না পেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের ছোটমণি নিবাসে হস্তান্তর করা হবে।’ রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, শিশুটি এখনো হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে। অভিভাবকের সন্ধানে পুলিশ কাজ করছে।
শিরোনাম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা