ঢাকাগামী একটি বিমানের মধ্যে বাংলাদেশি এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লাইটটিকে পাকিস্তানের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে দেওয়া হয়। গতকাল পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইটটি জরুরি অবতরণ করে। তবে ওই যাত্রীকে বাঁচানো যায়নি। খবর জিও নিউজের।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) মুখপাত্র বলেছেন, ওই যাত্রীর স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে শারজাহ-ঢাকা ফ্লাইটটিকে মেডিকেল গ্রাউন্ডে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়। তবে একজন চিকিৎসক চেকআপের পর ৪২ বছর বয়সী ওই বাংলাদেশি যাত্রীকে মৃত ঘোষণা করেন। পরে লাশ নিয়ে সকাল ৬টার পর ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।