চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের গুলিতে হেফাজতে ইসলামের কর্মী নিহতের মামলায় হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এ আদেশ দেন। হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঢাকা থেকে সাবেক ওসি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে সকালে আদালতে পাঠানো হয়। আদালতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে।
শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জানা যায়, ২৩ আগস্ট হেফাজতের কর্মী রফিকুল ইসলামের বাবা আবদুল জব্বার বাদী হয়ে সাবেক ওসি রফিকুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম জেলার সাবেক পুলিশ সুপার এস এম রশিদুল হক, হাটহাজারী সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও শাহাদাত হোসেন, হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলাম, পরিদর্শক রাজীব শর্মা, কেশব চক্রবর্তী, শফিকুল ইসলাম ও আমির হোসেন, এসআই মুকিব হাসান, কবির হোসেন ও জসীম উদ্দীন।