উদ্বোধনের পর প্রথমবারের মতো ছুটির দিন শুক্রবারেও চলল মেট্রোরেল। গতকাল বিকাল সাড়ে ৩টায় উত্তরা থেকে মতিঝিলকেন্দ্রিক যাত্রা হয় মেট্রোরেলের। একই সঙ্গে কোটা আন্দোলনের সময় ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়া কাজীপাড়া স্টেশন প্রাথমিক মেরামতের পর গতকাল চালু হয়েছে।
সরেজমিন কাজীপাড়া স্টেশনে দেখা যায়, বিকাল সাড়ে ৩টা থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। এ সময় টিকিট কেটে নিজেদের গন্তব্যে রওনা হন যাত্রীরা। শুরুর দিকে এ স্টেশনে যাত্রীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীর চাপ। গতকাল প্রথমবারের মতো মেট্রোরেলে চড়তে পেরে স্বস্তিতে যাত্রীরা। স্টেশনগুলোয় ছুটির বিকালে ঘুরতে বের হওয়া যাত্রীর বেশ ভিড় দেখা গেছে। কাজীপাড়া স্টেশন চালু হওয়ায় অনেক যাত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যাত্রীরা জানান, কাজীপাড়া ও সংলগ্ন এলাকার অনেকেই বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস কিংবা অন্যান্য বিকল্প যানবাহনে ওঠার প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন। হঠাৎ স্টেশন চালু দেখতে পেয়ে তারা অবাক। বিকাল ৪টা থেকে কাজীপাড়া স্টেশনে যাত্রীর ভিড় দেখা যায়। কাজীপাড়া স্টেশনে পরিবার নিয়ে টিকিট কাটতে আসেন আফসার হোসেন। যাবেন নিউমার্কেট। এ যাত্রী বলেন, ‘বন্ধের দিনে মেট্রোরেল চলাচলটা জরুরি ছিল। বন্ধের দিন সবাই একটু ঘুরতে বের হয়, শপিংয়ে বের হয়। আজ (শুক্রবার) থেকে ছুটির দিনে মেট্রো চালু হয়ে খুব ভালো হলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিকিট কেটেছি। ওখান থেকেই নিউমার্কেট যাব।’ এ সময় মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে আসেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বন্ধের দিনে মেট্রোরেল চলাচল বিষয়ে বলেন, ‘আমরা আজ শুরু করলাম। একটু ডেটা কালেকশন করি শুক্রবার কেমন ইমপ্যাক্ট পড়ছে। যাত্রীরা কেমন যাতায়াত করছেন। আমাদের টার্গেট আছে সাড়ে ৩ মিনিট পর পর মেট্রোরেল চালানো। আমরা সে লক্ষ্যেই এগোচ্ছি, মেট্রোরেলকে কমার্শিয়ালি এগোনোর জন্য।’ উল্লেখ্য, শুক্রবার মেট্রোরেল চলাচলের সময়সূচি হলো উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে বিকাল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে বিকাল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। দুই ট্রেনের মধ্যবর্তী সময়ের বিরতি ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে বলে বৃহস্পতিবার জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।