আজ ‘পয়লা বৈশাখ’, বাংলা নববর্ষের প্রথম দিন। এরই মধ্যে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি সম্পন্ন করেছেন সবাই। তবে ভোজনরসিক বাঙালির ইলিশ-পান্তা খাওয়ার তোড়জোড়ে বাঁধ সেধেছে ইলিশের দাম। রাজধানীর বাজারগুলোতে মিলছে না পদ্মার ইলিশ। বড় দু-একটি ইলিশ উঠলেও দাম যেন আকাশচুম্বী! রমজানে ১ হাজার ৫০০ টাকা কেজির ইলিশ এখন ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বাজারগুলোতে বেশির ভাগই সমুদ্রের ইলিশ বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া বাজারে হিমায়িত ইলিশের চেয়ে টাটকা ইলিশের দাম অনেক বেশি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে টাটকা বা সম্প্রতি তোলা এক কেজি বা একটু বেশি ওজনের ইলিশের দাম ৩ হাজার ২০০ থেকে সাড়ে ৩ হাজার টাকা কেজি। ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম আড়াই হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি। ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম দেড় হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি। এ ছাড়া এক কেজি ওজনের হিমায়িত ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা কেজি দামে। আর ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের হিমায়িত ইলিশ বিক্রি হয়েছে দেড় হাজার টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা। আর ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা। গতকাল রাজধানীর কারওয়ান বাজার, খিলক্ষেত, বাড্ডা, নতুনবাজার, জোয়ারসাহারা, মিরপুর-১০ ও উত্তরাসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে ইলিশের দামের এমন চিত্রই দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বৈশাখ উপলক্ষে হঠাৎ করেই ইলিশের চাহিদা বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম। কারণ ইলিশের মৌসুম না থাকায় সাগরে বা নদীতে খুব বেশি ইলিশ ধরা পড়ছে না। আবার নদীতে এখন ইলিশ ধরার নিষেধাজ্ঞার মৌসুম চলার কারণে তৈরি হয়েছে সংকট। উত্তরার আজমপুর বাজারের ইলিশ বিক্রেতা শফিউদ্দিন বলেন, আমার মাছের দোকানে দুই ধরনের ইলিশ মাছ পাওয়া যায়। সম্প্রতি সময়ে ধরা টাটকা ইলিশ আর হিমায়িত করে রাখা আগের ইলিশ। বৈশাখ উপলক্ষে সব ধরনের ইলিশের চাহিদাই বেড়েছে। তাই দামও কিছুটা বেড়েছে। খিলক্ষেত বাজারের বিক্রেতা আলামিন বলেন, যাত্রাবাড়ী থেকে ইলিশ এনেছি। আমার কাছে সব হিমায়িত ইলিশ। টাটকা ইলিশের দাম বেশি। ক্রেতারা দাম জিজ্ঞেস করে চলে যায়। সেই তুলনায় হিমায়িত ইলিশের দাম কম। ক্রেতারাও খুশি, আমিও খুশি। এখন বাজারের সব মাছ কোল্ডস্টোরেজের। খিলক্ষেত বাজারে ইলিশ কেনার সময় কথা হয় নামের এক চাকরিজীবী সালাউদ্দিন সঙ্গে। তিনি বলেন, আগামীকাল পয়লা বৈশাখ পরিবারের সবাইকে নিয়ে প্রথম প্রহরে প্রতি বছরই পদ্মার ইলিশ ও পান্তা খাই। এবার বাজারে পদ্মার ইলিশ নেই বললেই চলে। বড় দু-একটি ইলিশ উঠলেও দাম যেন আকাশচুম্বী! রমজানে ১৫০০ টাকা কেজিতে কিনতে পেরেছি তা এখন ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
শিরোনাম
- ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি ঘোষণা জবির আন্দোলনকারীদের
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির সিএসই প্রোগ্রামের পরিদর্শন ইউজিসি’র
- তিন দফা দাবিতে দক্ষিণবঙ্গ অচলের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের
- মাদারীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- গৌরনদীতে খালে গোসলে গিয়ে গৃহবধুর মৃত্যু
- খানসামায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখায় ফার্মেসিকে জরিমানা
- ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়া ইরানের
- আইসিসির চার কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- অফিসিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে : প্রেস সচিব
- জামিন পেলেন ইমরান খান, মুক্তির বিষয়ে যা জানা গেল
- বগুড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- ভেনিজুয়েলা উপকূলের কাছে তিনটি যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র
- বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
- তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ শুনানি ২৬ আগস্ট
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১
- রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা
- অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী
- বীরগঞ্জে জলাশয়ে পোনামাছ অবমুক্ত
- ইউক্রেনে একরাতে ছয় শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার
- নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইউক্রেন : জেলেনস্কি