রাজধানীর আফতাবনগরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামে এক তরুণী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
সাদিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউনের আবদুল কাইয়ুমের মেয়ে। তিনি রাজধানীর সবুজবাগের বাসাবো বউবাজারে স্বামী তৌকির আহমেদের সঙ্গে বাস করতেন। সাদিয়ার ভাই তানজিম নওশাদ জানান, তার বোন আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় কালাচাঁদপুরে মেজো বোনের বাসায় যাচ্ছিলেন। আফতাবনগর গেটের কাছাকাছি পৌঁছালে অটোরিকশার চাকার সঙ্গে সাদিয়ার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে এবং তিনি অচেতন হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, লাশ জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।