বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে সব প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল তালা ঝুলিয়ে দিয়ে প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ করেন তারা। আজ দুপুর ১২টার মধ্যে পদত্যাগ না করলে উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ ও অন্য সব যোগাযোগ বন্ধের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, উপাচার্যের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দপ্তরে তালা দেওয়া হয়েছে। বিক্ষোভ কর্মসূচি শেষে উপাচার্যের বাসভবনের সামনে মৃত প্রশাসনের প্রতীকী কফিন রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও জরুরি সেবা কার্যক্রম চালু আছে। বুধবার (আজ) বেলা ১২টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে তার বাসভবনের বিদ্যুৎ সরবরাহসহ সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।
শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ছয় মাস আগে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে উপাচার্যের কাছে ২২ দফা দাবি জানানো হয়। এখনো কোনো দাবি বাস্তবায়ন হয়নি। এ ছাড়া জুলাই অভ্যুত্থানে হামলাকারী শিক্ষার্থী শাহরিয়ার শানকে ছাত্রলীগের নেতা-কর্মীরা দরজা ভেঙে নিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসন কোনো মামলা করেনি। যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মামলা করেছেন উপাচার্য। আবদুর রহমান বলেন, ক্যানসার আক্রান্ত শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি উপাচার্যের কাছে সহায়তার আবেদন করেও তা পায়নি। অবশেষে বিনা চিকিৎসায় মৃত্যু হয় তার। এমন অমানবিক উপাচার্য আমরা চাই না। তিনি দ্রুত পদত্যাগপত্র জমা দিয়ে চলে যাবেন। তা না করলে কঠোর কর্মসূচি দিয়ে পদত্যাগে বাধ্য করা হবে। এ বিষয়ে উপাচার্য ড. শুচিতা শরমিনকে কল করা হলে তিনি রিসিভ করেননি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        