‘জুলাই অভ্যুত্থান’-এর চেতনায় অনুপ্রাণিত হয়ে আরও একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সাবেক সামরিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকের উদ্যোগে নতুন এ দল গঠনের ঘোষণা দেন আয়োজকরা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান বলেন, ‘বাংলাদেশ ২.০’ রূপকল্প বাস্তবায়নে প্রচলিত রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। শহীদ ও আহতদের প্রতি অবহেলা, পরাজিত শক্তির পুনর্বাসন এবং মূল্যবোধহীন রাজনীতির কারণে নতুন বিকল্পের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, ‘রাজনীতি হতে পারে সেবার মাধ্যম, যদি নেতৃত্ব দেন প্রকৃত দেশপ্রেমিকরা। আমাদের লক্ষ্য সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা।’ এজন্য নয়টি জনকল্যাণমূলক সেল গঠনের পরিকল্পনা জানিয়েছেন নতুন দলের উদ্যোক্তারা, যার মধ্যে রয়েছে-স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, খাদ্য, কৃষি, নারী ও শিশু এবং যুব উন্নয়ন সংক্রান্ত সেল। দলটির আনুষ্ঠানিক নাম ও কাঠামো আসছে জুনের মাঝামাঝি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেজর (অব.) মো. রাজিবুল হাসান, লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, ডা. সৌরভ চন্দ্র মজুমদার, শিক্ষক সাদিকুর রহমান সাঈদ এবং আইনজীবী মো. সোহাগ মিয়া।