ফেডারেল রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা ‘সিডিসি’ গত বুধবার জানিয়েছে, ২০২৪ সালে নেশা করার কারণে মোট ৮০ হাজার ৩৯১ আমেরিকানের প্রাণ ঝরেছে। এর আগের বছর সে সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজারের অধিক। তবে করোনা মহামারির আগের তুলনায় মৃত্যুর এ সংখ্যা অনেক কম। আর এটি সম্ভব হয়েছে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাব্যবস্থা ঢেলে সাজানোর পরিপ্রেক্ষিতে।
সিডিসির চিকিৎসাবিজ্ঞানীরা বলেছেন, জনস্বাস্থ্য নিয়ে বাস্তবতার আলোকে ফেডারেল সরকারের দৃষ্টিভঙ্গি তথা আন্তরিকতা বৃদ্ধি পাওয়ার সুফল এটি। সিডিসির সর্বশেষ গবেষণা জরিপ অনুযায়ী, ২০২৩ সালে অত্যধিক নেশা করেছে ২ কোটি ৭২ লাখ আমেরিকান। এ ছাড়া আরও ৭৫ লাখের মতো মদ পান করেছে পরিমাণের চেয়ে অনেক বেশি।