নারীর সম-অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সংহতি জানিয়েছে ৫১টি প্রগতিশীল নারী, শিক্ষার্থী, সাংস্কৃতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠন। আয়োজক নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান-পরবর্তী সময়ে এই সমাবেশ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং নারীর অধিকার রক্ষার আন্দোলনে একটি মাইলফলক হয়ে থাকবে।
গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত।
গার্মেন্ট শ্রমিক নেতা মোশরেফা মিশু, জলি তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, কাল ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ অভ্যুত্থান-পরবর্তী ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ নামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই কর্মসূচিতে সংহতি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনগুলো হলো- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, হিল উইমেনস ফেডারেশন, টিএসইউ সিপিবি নারী সেল, নারী মুক্তি কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, বিপ্লবী নারী ফোরাম, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক টেক্সটাইল ফেডারেশন, বিবর্তন উদীচী, গণতান্ত্রিক অধিকার কমিটি, আদিবাসী ইউনিয়ন, চা শ্রমিক দশ দফা বাস্তবায়ন কমিটি, বস্তিবাসী ইউনিয়ন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন, স্পেস-এ ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড কেয়ার, ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ, বাংলাদেশ হকার্স ইউনিয়ন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, শহীদ আসাদ পরিষদ, গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সাংস্কৃতিক সংসদ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, উইমেন রিসোর্স নেটওয়ার্ক, সিএইচটি বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বাংলাদেশ থিয়েটার, বাংলাদেশ নারী আন্দোলন, ঢাকা ড্রামা সমাজ অনুশীলন কেন্দ্র, প্রগতি লেখক সংঘ, সমাজ চিন্তা ফোরাম, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, বিবর্তন নাট্যগোষ্ঠী, সংযোগার ধাবমান, শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, বিজ্ঞান চর্চা কেন্দ্র, হেলথ সার্ভিস ফোরাম, বিপ্লবী নারী মুক্তি প্রভৃতি।