যশোরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে দুই নারী ও এক শিশুর শরীর। ঝিকরগাছা উপজেলার গদখালীতে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন গদখালী গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), তাঁর মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর (৮)। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ জানান, শিশু ইয়ানূরের পাসহ শরীরের বিভিন্ন জায়গা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ইয়ানূরের মা ও বোনের শরীর আংশিক ঝলসে গেছে। তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনো কেউ আটক হয়নি। রিপা খাতুনের চাচা আবদুর রহমান জানান, চার বছর আগে স্বামীর সঙ্গে তাঁর ভাতিজির বিচ্ছেদ হয়। এরপর থেকে রিপা বাবার বাড়িতেই থাকেন। তাঁদের পাশের গ্রামের জসিম নামে একজন কিছুদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে জসিম বৃহস্পতিবার রাতে ঘরের জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে তরলজাতীয় দাহ্য পদার্থ ছোড়ে। রিপা, তাঁর মা রাহেলা বেগম ও ছোট ভাই ইয়ানূর মারাত্মকভাবে দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাঁদের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।