প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী তানভীর হোসেনের লাশ টাঙ্গাইলের মির্জাপুরে নিজ গ্রামে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার রাত ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে ফ্রিজার ভ্যানটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় তানভীরের চাচাতো ভাই সাইফুল আহত হয়েছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগরভাদ গ্রামের রুবেল মিয়ার ১৪ বছর বয়সি ছেলে তানভীর হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার লাশ ফ্রিজার ভ্যানে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পথমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তানভীরের চাচা ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, এ দুর্ঘটনার পর অন্য একটি গাড়িতে করে তানভীরের লাশ টাঙ্গাইলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। ভোর ৪টার দিকে লাশ বাড়ি পৌঁছায়। পরিবারের সদস্যরা এমনিতেই তানভীরকে হারিয়ে শোকাহত ছিলেন, এর মধ্যে লাশ নিয়ে আসার পথে এমন দুর্ঘটনা তাদের ওপর নতুন করে মানসিক আঘাত হানে।
গতকাল সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। গ্রামের মানুষ এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে এবং তানভীরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।