অবশেষে ঘটনার এক সপ্তাহের মাথায় ভোলার বহুল আলোচিত ইসলামি বক্তা মাওলানা আমিনুল হক নোমানী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাওলানা নোমানীর বড় ছেলে মো. রেদোয়ানুল হক (১৭) ছুরিকাঘাতে তার বাবাকে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। গতকাল বিকাল ৪টায় ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ভোলার পুলিশ সুপার মো. শরিফুল হক। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, বিভিন্ন ধরনের মুভি দেখে রেদোয়ান পিতাকে হত্যার পরিকল্পনা করে। এজন্য সে অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে একটি ছুরি আনে এবং সেই ছুরি দিয়ে একা ঘরে বাবাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রেদোয়ান তার পিতাকে হত্যার কথা স্বীকার করে। রেদোয়ানের দেখানো মতে ভিকটিমের বাসার পেছনের খালের মধ্য থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, আরও বেশ কিছু আলামত ও প্রমাণ তারা পেয়েছে। এতে অনেকটাই নিশ্চিত হয়েছে, রেদোয়ানই তার পিতাকে হত্যা করেছে।