মুম্বাইয়ে ৮০ বছর বয়সি এক বৃদ্ধ অনলাইন প্রেমের ফাঁদে পড়ে প্রায় ৯ কোটি রুপি হারিয়েছেন। দুই বছর ধরে চলা সাইবার প্রতারণায় চার নারীর কাছে ৭৩৪ বার ৮ কোটি ৭০ লাখ রুপি হস্তান্তর করেন তিনি। এ ঘটনায় অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অভিযোগে সাইবার ক্রাইম তদন্ত শুরু করেছে।
জানা গেছে, ২০২৩ সালের এপ্রিলে ফেসবুকে ‘শারভি’ নামে এক নারীর সঙ্গে তার যোগাযোগ হয়। তারা নিজেদের মধ্যে ফোন নম্বর আদানপ্রদান করে হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু করেন। শারভি জানিয়েছিলেন, তিনি বিবাহবিচ্ছেদ প্রাপ্ত, দুই সন্তানের মা এবং আর্থিক সংকটে ভুগছেন। তিনি সন্তানদের অসুস্থতার কথা বলে বৃদ্ধের কাছে সাহায্য চাইতেন। বৃদ্ধ নিয়মিত অর্থ পাঠাতেন। এরপর ‘কবিতা’, ‘দিনাজ’ ও ‘জেসমিন’ নামে আরও তিন নারী বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেন। নিজের সঞ্চয় শেষ হওয়ার পর তিনি পুত্রবধূর কাছ থেকে ২ লাখ রুপি ধার নেন এবং ছেলের কাছে আরও ৫ লাখ রুপি চান। এতে ছেলের সন্দেহ হয়। তিনি খোঁজখবর নিলে এ ঘটনা বেরিয়ে আসে। ঘটনা বুঝতে পেরে গত ২২ জুলাই এফআইআর দায়ের করেন বৃদ্ধ। পুলিশের ধারণা, চারজন নারী সেজে একই ব্যক্তি প্রতারণা করেছেন। অভিযুক্তদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডিমেনশিয়া হয়েছে। ধীরে ধীরে স্মৃতিশক্তি এবং বোধগম্যতা হ্রাস পাচ্ছে।