নেত্রকোনায় পূর্বশত্রুতার জেরে পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শনিবার রাতে সদর উপজেলার জামাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌগাতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সদস্য দুজাহান মিয়া (৫৫) ও একই গ্রামের মোফাজ্জলের ছেলে নুর মোহাম্মদ (২৯)। আহতরা হলেন- নুর মোহাম্মদের মা মনোয়ারা বেগম (৬০) ও চাচা রফিকুল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রফিকুলের সঙ্গে দুজাহানের বিরোধ চলছিল। গত শনিবার জেলা বিএনপির সম্মেলন শেষে রাতে মাতুর মোটরসাইকেলে দুজাহান বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জামটি গ্রামের ডা. নবী হোসেনের বাড়ির সামনে পৌঁছালে ওতপেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে দুজাহানকে হত্যা করে। পরে মাতুর নেতৃত্বে দুজাহানের সমর্থকরা রফিকুলের বাড়িতে হামলা চালায়। পাল্টাপাল্টি হামলায় রফিকুল, তার ভাতিজা নুর মোহাম্মদ ও নুর মোহাম্মদের মা মনোয়ারা বেগম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। মনোয়ারা এবং রফিকুলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, মাতু বিভিন্ন মামলার আসামি। নুর মোহাম্মদ তার একটি মামলার সাক্ষী ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কান্তি সরকার জানান, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিরোনাম
- গাছে আটকে ঝুলে ছিলেন পর্যটক, কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ
- আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০
- হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, একাংশের বিক্ষোভ মিছিল
- পাখি ডিম পাড়ায় এক মাসের জন্য স্টেডিয়াম বন্ধ!
- কুয়েট দিবস আজ, নানা কর্মসূচি গ্রহণ
- মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ ঢাকার বাতাস কতটা অস্বাস্থ্যকর?
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশে কমিটি গঠন
- গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
- ঢাকায় বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা বাড়তে পারে
- চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার
- ভোট দিতে হলে বাধ্যতামূলক ভোটার আইডি থাকতে হবে: ট্রাম্প
- আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প, ২০ জনের বেশি নিহত
- গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান স্পষ্ট: প্রেসিডেন্ট এরদোয়ান
- বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
- নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক : বলেছেন প্রধান উপদেষ্টা
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
পাল্টাপাল্টি হামলায় বিএনপি নেতাসহ নিহত ২
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর